About Us

 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

আমি মোঃ আব্দুস সবুর।আমার জন্ম ২০০০ সালের ২০শে নভেম্বর। জেলার একদম শেষ প্রান্তের একটি ছোট্ট গ্রামে। আমি টাংগাইল জেলার নাগরপুর উপজেলা থেকে আপনাদের সাথে আছি।

আমি একজন ছাত্র।শিক্ষা জীবন শুরু গ্রামের একটি স্কুলে। ২০১৬ সালে এসএসসি পাশ করি সেখান থেকেই এবং ২০২০ সালে টাংগাইল পলিটেকনিক ইনস্টিটিউট হতে কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজীতে ডিপ্লোমা পাশ করি।

আমি মুক্তমনা স্বাধীনচেতা লোক, কথনোই অন্যের মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই না।

অন্যের মতামতকে সম্মান দেই, কিন্তু তাই বলে নিজের বিচার বোধের জায়গার বাইরে থেকে না।

নিজের আত্মসম্মানবোধ নিজেকেই তৈরী করতে হয়, যেটার মূল্য হয়তো অন্যের কাছে ক্ষুদ্র হতে পারে। কিন্তু নিজের কাছে সেটা বিশাল বড়। জীবনের একটা সৎ উদ্দেশ্য থাকাটা সবারই জরুরী। যার দিকে লক্ষ্য রেখেই সামনের প্রতিটি পদক্ষেদ নিতে হয়। 

যদি একটি বিন্দুকে কেন্দ্র করে আমি বা আমরা না চলতে পারি তবে সেটি ভাসমান হবে। আর ভাসমান থাকার চাইতে ছোট্ট উদ্দেশ্যকে সামনে রেখেই আমি চলার চেষ্টা করছি। 

চাহিদার উপরে নির্ভর করে মনুষ্য সুখ শান্তির।

চাহিতা খুবই সীমিত। তবে নিজের স্বাধীনতার ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্ব দেই।   


জীবনে অনেক কিছু জানার তাগিদে ছুটে বেড়াই দিক বেদিক। জানার যেন শেষ নেই। এখনও অনেক কিছু জানার বাকি। প্রতিনিয়ত নিজে জানার এবং অন্যকে জানানোর জন্য চেষ্টা করি।

 আমি একজন  অতিসাধারণ লেখক। আমি চাই প্রতিনিয়ত কোন একটা বিষয়ের আলোকে সত্য এবং সঠিক তথ্যযুক্ত লেখা  পোস্ট করতে। আমার এই পোস্টগুলো যাতে সবার উপকারে আসে তার জন্যই লেখা। আমার পোস্ট দ্বারা যাতে কেউ ভুল তথ্য পায় সেটা আমার একান্তই কাম্য নয়। 

মানুষ হিসেবে ভুল করাটা অস্বাভাবিক কিছ নয়। আমার লেখার মধ্যেও ভুল থাকতে পারে। যদি আপনারা দেখেন বা খুঁজে পান তবে অবশ্যই জানাবেন।

সমালোচনা হউক, তবে সেটা সংশোধনের উদ্দেশ্যেই যেন হয়।

ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।

0 comments:

Thank you sharing for your comment