Wednesday, March 20, 2019

আমাদের টাংগাইল


আমাদের টাংগাইল, বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটি জেলার নাম টাংগাইল।এটি দেশের রাজধানী ঢাকার পার্শ্ববর্তী একটি জেলা।ঢাকা হতে টাংগাইল শহরের দূরত্ব প্রায় ৯৭ কি.মি.।প্রাকৃতিক বৈচিত্র টাংগাইল শহরকে এক বিশেষ ঐশর্য্য দান করেছে। নদী নালা খাল বিল গজারির বন টাংগাইল শাড়ী তার গর্বের ধন। টাংগাইল শহরের মোট আয়তন ৩৪১৪.২৮ কিলোমিটার।উপজেলা মোট ১২টি:টাংগাইল সদর,নাগরপুর,দেলদুয়ার,বাসাইল,ঘাটাইল, মির্জাপুর,সখিপুর,মধুপুর,ধনবাড়ী,গোপালপুর,ভূয়াপুর,কালিহতি।

টাংগাইলেই বসবাস করতেন বাংলাদেশের সেরা রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।তিনি সিরাজগঞ্জ জেলার ধানগড়াতে ১২ ডিসেম্বর ১৮৮০ সালে জন্ম গ্রহণ করেন এবং ঢাকায় ১৭ নভেম্বর ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন।তার অন্য আরেকটি নাম হলো ছিল চেগা মিয়া।পিতার নাম হাজী শারাফত আলী এবং মাতার নাম বেগম শারাফত।৪ ভাই বোনের মধ্যে তিনিই সবার ছোট।তার ডাকে সন্তোষের কাগমারিতে বিশাল কৃষক সম্মেলন করেন।তিনি কাগমারিতে “মাওলানা মোহাম্মদ আলী” কলেজ প্রতিষ্ঠ করেন,সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ২০০২ সালে  “মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠ করেন।এবং এটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ৩য় স্থানে রয়েছে।তাছাড়াও বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িও কিন্তু টাংগাইলেই।এছাড়াও আরও ব্যক্তির মধ্যে যারা রয়েছেন,  আর. পি সাহা(১৮৯৬-১৯৭১ইং)দানবীর ও সমাজসেবক।তার প্রতিষ্ঠিত কুমুদিনী মহিলা কলেজ ও কুমুদিনী হাসপাতাল। ড.এম এন হুদা(১৯১৯-১৯৯১ইং)প্রখ্যাত অর্থনীতিবিদ ,রাজনীতিবিদ,শিক্ষাবিদ,মন্ত্রী ও উপরাষ্ট্রপতি  ছিলেন

। হাসান আলী চৌধুরী(১৯১০-১৯৮৫ইং)সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ । বিচারপতি আবু সাঈদ চৌধুরী(১৯২১-১৯৮৭ইং)ছিলেন আইনজীবি,কূটনীতিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি ছিলেন। দেশের সু্ন্দর সুন্দর শহরের মধ্যে টাংগাইল একটি।দেশের সর্বপ্রথম সর্ববৃহৎ সেতু তৈরী হয় এখানেই।যার নাম যমুনা বহুমুখী সেতু।যমুনা নদীর উপর দিয়ে এটি নির্মিত হয়। এটি সড়ক ও রেল সেতু।৪.৮ কি.মি. দৈঘ্য এবং ১৮.৫ মিটার বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশে ২য় বৃহৎ ও দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।১৯৯৮ সালে এটির নির্মাণ কাজ শেষ হয়।১৯৪৯ সালে এই সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।৫০০০ কোটি টাকার বিনিময়ে এটি নির্মিত হয়।এই সেতুর মাধ্যমে দেশের উত্তর বঙ্গের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। 

টাংগাইল শহর একটি ব্যস্ত শহর।এই শহরে গড়ে উঠেছে অনেক উঁচু উঁচু দালান-কোঠা।টাংগাইলের তাঁতের শাড়ী দেশের বিখ্যাত।এ ছাড়াও আছে দেশ সেরা টাংগাইলের পোড়াবাড়ীর চমচম।

টাংগাইল শহরে রয়েছে অনেক সুনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠান।মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা মোহাম্মদ আলী কলেজ,মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ,সরকারী কুমুদিনী কলেজ,সরকারী শেখ ফজিলাতুন নেসা মহিলা মহাবিশ্ববিদ্যালয়,টাংগাইল পলিটেকনিক ইনস্টিটিউট,টাংগাইল টেক্সটাইল ইনস্টিটিটউট,শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল,করটিয়া সরকারী সা’দত কলেজ ইত্যাদি উল্ল্যেখযোগ্য।এছাড়াও রয়েছে টাংগাইল বিমান বন্দর,টাংগাইল রেলওয়ে স্টেশন,টাংগাইল স্টেডিয়াম,ঘাটাইল ক্যান্টলমেন্ট উল্ল্যেখযোগ্য। দর্শনীয় স্থান: ডিসি লেক,এসপি পার্ক,যমুনা রিসোর্ট,বাসাইলের বাসুলিয়া,দেলদুয়ার এর আতিয়া মসজিদ,গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ,নাগরপুরের চৌধুরী বাড়ী, নাগরপুরের উপেন্দ্র সরোবর,মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি,ধনবাড়ি জমিদারবাড়ি,মধুপুরের পাহাড় ও বন,সখিপুরের পাহাড়ী কাঞ্চণপুর ইত্যাদি। আপনারা যারা টাংগাইল সর্ম্পকে আরও ভালো জানেন তারা কমেন্ট’স করে আমাকে জানাবেন আর ভূলক্রূটি থাকলে সঠিক তথ্য দিবেন আশা করি।  Area : 3,414 km² Postal code : 1900