Sunday, March 24, 2019

সিরাজগঞ্জ জেলা


                                               সিরাজগঞ্জ জেলা 

সিরাজগঞ্জ  জেলা


সিরাজগঞ্জ  জেলা  হলো  বাংলাদেশের  অন্যতম   একটি   জেলা। যা  রাজশাহী   বিভাগের   অন্তর্ভুক্ত  একটি  জেলা। এর  আয়তন  প্রায়  ২,৪৯৭.৯৫  বর্গ  কি. মি. , জনসংখ্যা  প্রায় ৩২,২০,৮১৪ জন (২০১১)। বাংলাদেশের  সংসদীয়  আসন  ৬টি। এই  জেলাটি  বাংলাদেশের  অন্যতম  বড়  নদী  যমুনার  পাশেই অবস্থিত।  এই  জেলাটিতে  মোট  ৫২ টি  বিল   ৮টি  নদী  আছে, এর মধ্যে রয়েছে  বারাল নদী,  ইছামতি  নদী, করতোয়া  নদী  ও ফুলজুরি নদী।   এই  জেলাটি  ১৯৮৪  সালে প্রতিষ্ঠিত  হয়। এর  পোস্ট   অফিসের  নম্বর  (৬৭০০-৬৭৬০)। সিরাজগঞ্জ  জেলা  উত্তর  বঙ্গের  প্রবেশদ্বার।  এটির   উত্তরে  বগুড়া  জেলা ও  নাটোর  জেলার  সীমানা  , পশ্চিমে নাটোর জেলা ও পাবনা  জেলা  এবং  দক্ষিণে পাবনা  জেলা ও মানিকগঞ্জ  জেলা, পূর্বে মানিকগঞ্জ  জেলা, জামালপুর  জেলা   টাংগাইল  জেলার  সীমানা  অবস্থিত।
জেলার  মোট  নয়টি  উপজেলা  রয়েছে  এবং থানার  সংখ্যা ১২ টি।  উপজেলা  গুলো  হলঃ ১. উল্লাপাড়া  উপজেলা,  ২. কামারখন্দ  উপজেলা,  ৩. চৌহালি  উপজেলা,  ৪. কাজীপুর   উপজেলা,  ৫. শাহজাদপুর  উপজেলা, ৬. বেলকুচি  উপজেলা, ৭. রায়গঞ্জ উপজেলা, ৮. তরাশ  উপজেলা  ও ৯.সিরাজগঞ্জ সদর উপজেলা।
তাছাড়াও  জেলাটিতে  আছে  ৬ টি  পৌরসভা  এবং  ৮৩  টি  ইউনিয়ন    এবং                         ২১৮০  টি  গ্রাম।  তবে  সবচেয়ে  বড়  উপজেলা  উল্লাপাড়া  এবং  সবচেয়ে  ছোট     উপজেলা   কামারখন্দ।  যমুনা  সেতুটি  এই  জেলাতেই  । এই  সেতুর  দৈর্ঘ্য  ৪.৮ কি. মি. এবং ৫০ টি  স্তম্ভ   ৪৯ টি  স্প্যান  রয়েছে।  এই  সেতু  ঢাকার  সাথে উত্তর বঙ্গের  সেতুবন্ধন  তৈরি  করেছে।


দর্শনীয় স্থানসমূহ-


সিরাজগঞ্জ  জেলা
যমুনা সেতু
সিরাজগঞ্জ  জেলা
সিরাজগঞ্জ ইকু পার্ক

যমুনা সেতু, ইকু পার্ক,  রবীন্দ্রনাথের  কুঠিবাড়ি,  এনায়েতপুরের   মাজার, ক্লোজার পয়েন্ট   ইত্যাদি উল্ল্যখযোগ্য।

শিক্ষা প্রতিষ্ঠান সমূহঃ

১. বেসরকারী  মেডিক্যাল  কলেজ  ১টি,  ২.  মেডিক্যাল  এ্যাসিসট্যান্ট  ট্রেনিং  স্কুল ১টি, ৩. পলিটেকনিক  ইন্সটিটিউট  ১টি।
মহাবিদ্যালয়ের  সংখ্যা ৭৭ টি, উচ্চ  মাধ্যমিক   বিদ্যালয়ের  সংখ্যা  ৩৭৪ টি, সরকারী  প্রাথমিক  বিদ্যালয়ের  সংখ্যা  ৮৮০ টি,  বেসরকারী  রেজিঃ  বিদ্যালয়ের সংখ্যা ৬৮৩ টি, মাদ্রাসার  সংখ্যা  ২১১টি,  এবতেদায়ী  মাদ্রাসা  ১৪৫ টি।

আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন-


ব্র্যাক বিশ্ববিদ্যালয়


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়


যশোর জেলার পরিচিতি ও দর্শনীয় স্থান সমূহ


নতুন কম্পিউটার কেনার আগে যে ৪টি বিষয় আপনার খেয়াল রাখতেই হবে


কম্পিইটার ভাইরাস কি?


বাংলাদেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের নাম


বাংলাদেশের সকল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের নামগুলো



Previous Post
Next Post

0 comments:

Thank you sharing for your comment