Wednesday, May 1, 2019

ময়মনসিংহ জেলার পরিচিতি


বাংলাদেশের অন্যতম একটি জেলা ও বিভাগের নাম হলো ময়মনসিংহ। এই বিভাগটি বাংলাদেশের মোট  আটটি বিভাগের মধ্যে সর্বশেষ বিভাগ।
নামকরণ : এই জেলার নামকরণের পেছনে অনেক ইতিহাস রয়েছে। মোগল আমলে মোমেন শাহ নামে এক সাধক ছিল এই অঞ্চলে। তার নামানুসারেই  মধ্যযুগে এই অঞ্চলটির নাম হয় মোমেনশাহী।ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আনাউদ্দিন হোসেন শাহ তার পুত্র  সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ’র জন্য এই অঞ্চলে ১টি নতুন রাজ্য গঠন করেছিলেন। ঠিক তখন থেকেই এই অঞ্চলের নাম হয়  নসরতশাহী বা নাসিরাবাদ। পরবর্তিতে নাসিরাবাদ নামটি পরিবর্তন হয়ে ময়মনসিংহ নামটির সূচনা হয়।
১৭৮৭ খ্রিস্টাদ্বের ১লা মে এই জেলাটি সৃষ্টি হয়। এই জেলাটি আয়তন সময়ে সময়ে নানান ভাবে পরিবর্তন হয়েছে।১৯৬৯ সালে  এই জেলাটি হতে পৃথক হয়ে টাংগাইল  জেলার সৃষ্টি হয়। । পরবর্তিতে ১৯৭৮ সালে আবারও এই জেলাটি হতে পৃথক হয়ে জামালপুর জেলার সৃষ্টি হয়।
অবস্থান : এই জেলাটির উত্তরে আছে গারো পাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য, পূর্বে নেত্রকোণা জেলা ও কিশোরগঞ্জ  জেলা,দক্ষিণে অবস্থিত গাজীপুর জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাংগাইল জেলা অবস্থিত। এই জেলার মোট আয়তন ৪৩৬৩.০৮ বর্গ কি.মি.।ময়মনসিংহ জেলা মোট ১৩টি উপজেলা, ১৪টি থানা, ০৯টি পৌরসভা(০৭টি খ শ্রেনীর এবং ০২টি গ শ্রেনীর),১৪৬টি ইউনিয়ন, ২২০১টি মৌজা এবং ২৭০৯টি গ্রাম নিয়ে তৈরী হয়েছে।
ময়মনসিংহ জেলার উপজেলার নামসমূহ হলো : ১. ঈশ্বরগঞ্জ উপজেলা, ২. গফরগাঁও উপজেলা, ৩. গৌরিপুর উপজেলা, ৪. ত্রিশাল উপজেলা, ৫. ধোবাউরা উপজেলা, ৬. নান্দাইল উপজেলা, ৭. ফুলপুর উপজেলা, ৮. ফুলবাড়িয়া উপজেলা, ৯. তারাকান্দা উপজেলা, ১০.ভালুকা উপজেলা, ১১. মুক্তাগাছা উপজেলা, ১২. হালুয়াঘাট উপজেলা ও ১৩ ময়মনসিংহ সদর উপজেলা।
নির্বাচনী এলাকা ১৪৬-১৫৬ পর্যন্ত। এই জেলার মোট ভোটার সংখ্যা ২৯,১৬,৭১১ জন যার মধ্যে পুরুষ ভোটার মোট ১৪৪২৬৯৮ জন এবং মহিলা মোট ভোটার ১৪৭৪০১৩ জন।
এই জেলার মোট জনসংখ্যা (২০১১ এর আদমশুমারী অনুযায়ী)  ৫৩,১৩,১৬৩ জন।এদের মধ্যে পুরুষ মানুষ মোট  ২৬,৪০,০৪০ জন এবং মোট মহিলা আছে ২৬,৭৩,১২৩ জন।
এই জেলায় মোট নদী আছে ২২টি। উল্লেখযোগ্য নদী গুলোর নাম হলো : ব্রহ্মপুত্র, সুতিয়া, ক্ষিরু, সাচালিয়া, নাগেশ্বর, পাগারিয়া, আয়মন, বানার, কাঁচামাটিয়া, নরসুনন্দা, বোরাঘাট, দর্শনা, রামখালী, বৈলারি, ঘুঘুটিয়া, কংশ, নিতাই, রাংসা, সাঁতারখাল, আকালিয়া, জলরুরুঙ্গা, চৌকামরানদী ও রাংসা ইত্যাদি।
শিল্প ও কল কারখানা : এই জেলায় আছে অনেক সুনামধন্য ‍শিল্প প্রতিষ্টান।যার মধ্যে বৃহৎ শিল্প ৩টি মাঝারি ও ক্ষুদ্র ১৪১টি । যার ৯০টি বিসিক শিল্প নগরি ময়মনসিংহ সদর উপজেলায় এবং ৫০টি অবস্থিত ভালুকায় উপজেলায়।
শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ : এই জেলায় আছে অনেক উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান।এই জেলায় মোট প্রাথমিক বিদ্যালয় আছে ২৬৯১টি( সরকারী ১২৪৯টি ও বেসরকারী রেজি: ৬২১টি,আন রেজি: ২৭টি, উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৫৬টি, কিন্ডার গার্ডেন ১২৬টি, পরীক্ষণ ১টি, এবতেদায়ী মাদ্রাসা ২৩৪টি, উচ্চ মাদ্রাসা ২৪৩টি, কমিউনিটি ১১৪টি, এনজিও ১৮টি)
নিম্ন মাধ্যমিক আছে  ১০৫টি, নবম শ্রেনীর অনুমতি প্রাপ্ত ৭২টি, মাধ্যমিক বিদ্যালয় ৪০৪টি, স্কুল এন্ড কলেজ ১৩টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৩১টি, ডিগ্রি কলেজ ২৭টি(বেসরকারী ২৪ ও সরকারী ৩টি), সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ০২টি, সরকারী  ‍বিশ্ববিদ্যালয়  ০২টি, মেডিকেল কলেজ মোট ০২টি ( সরকারী ০১টি ও বেসরকারী ০১টি),ক্যাডেট কলেজ মোট ০১টি, চারুকলা ইনস্টিটিউট ০১টি, হোমিওপ্যাথিক কলেজ মোট ০১টি, ইঞ্জিনিয়ারিং কলেজ মোট ০১টি, কারিগরি শারীরিক মহাবিদ্যালয় ০১টি, ভোকেশনাল ইনস্টিটিউট ০২টি, শিক্ষা মহাবিদ্যালয় ০১টি, কামিল মাদ্রাসা ০৪টি, ফাজিল মাদ্রাসা মোট ৪৭টি, আলিম মাদ্রাসা মোট ৪২টি, দাখিল মোট ২৯৫টি এবং আর্ট স্কুল মোট ০১টি।
স্বাস্থ্য : এই জেলাতে আছে বাংলাদেশের অন্যতম সেরা  হাসপাতাল।এই জেলাতে আছে ০২টি মেডিকেল কলেজ হাসপাতাল(সরকারী ০১টি এবং বেসরকারী ০১টি), সম্মিলিত সাময়িক হাসপাতাল ০১টি (১৪১ শয্যা বিশিষ্ট),বক্ষব্যাধি ক্লিনিক ০১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১১টি( ০৬টি ৫০ শয্যা এবং ০৫টি ৩১ শয্যা বিশিষ্ট),পরিবার কল্যাণ কেন্দ্র মোট ৮৬টি, স্বাস্থ্য উপকেন্দ্র ৪৩টি, কমিউনিটি ক্লিসিক ৪১২টি,( বর্তমানে চালু ৩৫৪টি), হোমিও হাসপাতাল ০১টি, বেসরকারী ক্লিনিক মোট ৭২টি, মিশনারী হাসপাতাল মোট ০১টি ও এ্যাম্বুলেন্স আছে মোট ১৬টি বর্তমানে চালু আছে ০৯টি।
এই জেলাটি মূলত কৃষি প্রধান একটা জেলা। এই জেলায় ৮০% লোক কৃষি কাজ করে থাকেন।মোট কৃষি জমির পরিমান ৪,৩৬,৩৪৮ হেক্টর, ব্লকের সংখ্যা মোট ১২টি, কৃষি পরামর্শ কেন্দ্র মোট ২৯০টি।
এই জেলায় মোট মসজিদ আছে ১০,৪৯০টি, মাজার আছে মোট ২১৭টি, মন্দির মোট ৪১৫টি, গীর্জা আছে মোট ৭৯টি।
দর্শনীয় স্থান সমূহ : এই জেলায় অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে। উল্লেখযোগ্য স্থানসমূহের নাম হলো- রাবার ডেম, গারো পাহাড়, অর্কিড বাগান, সন্তোষপুর রাবার বাগান, আলাদিনস্ পার্ক
,  চীনা মাটির ঢিলা, মনসাপাড়া সেভেনথ ডে এডভেন্টিস্ট  সেমিনারী ধোবাউড়া, শহীদ  আব্দুল জব্বার জাদুঘর, গৌরিপুর হাউস, শশী লজ, ময়মনসিংহ টাউন হল, রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস, কালুশাহ বা কালশার দিঘি, স্বাধীনতা স্তম্ভ, আলেকজান্ডার ক্যাসেল ও
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ইত্যাদি।

Previous Post
Next Post

0 comments:

Thank you sharing for your comment