দিনাজপুর বাংলাদেশের একটি সুপরিচিত জেলা। এই জেলা বাংলাদেশের
উত্তর বঙ্গে অবস্থিত। এই জেলাটি রংপুর বিভাগের অন্তর্গত । এই জেলার মোট আয়তন ৩,৪৪৪.৩০
বর্গ কি.মি. প্রায়। এই জেলার মোট জনসংখ্যা প্রায় ৩১,০৯,৬২৮ জন। এদের মধ্যে পুরুষ ১৫,৬৯,০০৬
জন এবং মহিলা প্রায় ১৫,৪০,৬২২ জন। এই জেলার
মোট উপজেলা ১৩টি, পৌরসভা মোট ৯টি, ইউনিয়ন মোট ১০৩, গ্রামের সংখ্যা ২,১৩১ টি , থানা
মোট ১৩টি হাটবাজার ২৭৩ টি ও নদী ১৯টি।
এই জেলার উপজেলা গুলো হলো ১. নবাবগঞ্জ, ২. বীরগঞ্জ, ৩. ঘোড়াঘাট, ৪.চিরিরবন্দর, ৫.পার্বতীপুর, ৬. বোচাগঞ্জ, ৭. বিরামপুর, ৮.কাহারোল, ৯. দিনাজপুর সদর, ১০. খানসামা, ১১. বিরল, ১২.ফুলবাড়ী ও ১৩. হাকিমমপুর উপজেলা।
এই জেলার উপজেলা গুলো হলো ১. নবাবগঞ্জ, ২. বীরগঞ্জ, ৩. ঘোড়াঘাট, ৪.চিরিরবন্দর, ৫.পার্বতীপুর, ৬. বোচাগঞ্জ, ৭. বিরামপুর, ৮.কাহারোল, ৯. দিনাজপুর সদর, ১০. খানসামা, ১১. বিরল, ১২.ফুলবাড়ী ও ১৩. হাকিমমপুর উপজেলা।
এই জেলাটিতে রয়েছে অনেক প্রাচীনতম মন্দির, যার নাম কান্তজীউ
মন্দির। আছে গম গবেষণা কেন্দ্র, আছে তাপবিদ্যুৎ
কেন্দ্র, চিনিকল, হিমাগার, কঠিনশিলা প্রকল্প,
কয়লা খনি প্রকল্প, জুটমিল, গার্মেন্টস এবং
মিশ্রসার ফ্যাক্টরি। এছাড়াও আছে অনেক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। আছে সুন্দর সুন্দর
দর্শনীয় স্থান।
দিনাজপুরের শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলোঃ চিকিৎসা মহাবিদ্যালয় ১টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১টি, আইন বিদ্যালয় ১টি, পলিটেকনিক ইনস্টিটিউট ১টি, টেক্সটাইল ইনস্টিটিউট ১টি, কমার্শিয়াল ইনস্টিটিউট ১টি,সরকারী কলেজ ৩টি, বেসরকারী কলেজ ৮৬টি, মাদ্রাসা ৩৫০টি,পি.টি.আই ১টি, সরকারী বিদ্যালয় ১০টি , বেসরকারী বিদ্যালয় ৪০৬টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮৬০টি, রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৮৩৫টি, আনরেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ১৩৬টি, বি.কে.এস.পি ১টি, ভি.টি.আই ২টি, সরকারী ভেটেরিনারী কলেজ ১টি, সরকারী হোমিও কলেজ ১টি, বি এড কলেজ ১টি, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ১টি ওযুব প্রশিক্ষণ কেন্দ্র ১টি। এছাড়াও আবাদকৃত জমির পরিমান প্রায়২,৮৮,৪৩২ হেক্টর।
দিনাজপুরের শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলোঃ চিকিৎসা মহাবিদ্যালয় ১টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১টি, আইন বিদ্যালয় ১টি, পলিটেকনিক ইনস্টিটিউট ১টি, টেক্সটাইল ইনস্টিটিউট ১টি, কমার্শিয়াল ইনস্টিটিউট ১টি,সরকারী কলেজ ৩টি, বেসরকারী কলেজ ৮৬টি, মাদ্রাসা ৩৫০টি,পি.টি.আই ১টি, সরকারী বিদ্যালয় ১০টি , বেসরকারী বিদ্যালয় ৪০৬টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮৬০টি, রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৮৩৫টি, আনরেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ১৩৬টি, বি.কে.এস.পি ১টি, ভি.টি.আই ২টি, সরকারী ভেটেরিনারী কলেজ ১টি, সরকারী হোমিও কলেজ ১টি, বি এড কলেজ ১টি, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ১টি ওযুব প্রশিক্ষণ কেন্দ্র ১টি। এছাড়াও আবাদকৃত জমির পরিমান প্রায়২,৮৮,৪৩২ হেক্টর।
এছাড়াও উপজেলা ভূমি অফিস ১৩টি এবং ইউনিয়ন ভূমি অফিস ১০৫ টি। এই জেলায় আছে প্রায় সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান। এর
মধ্যে মসজিদ আছে মোট ৪,০৩৮টি, মন্দির আছে মোট ৯০৪ টি, মোট গীর্জা আছি ৯৬টি, মোট প্যাগোডা
আছে ১৮টি, এদের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় (৭৬.৬৪%)জন, হিন্দুর সংখ্যা আছে মোট (২০.৫৮%)
জন, বৌদ্ধ আছে মোট (০.১১%) জন, খৃষ্টান আছে মোট (০.৭৯%) জন এবং অনান্য ধর্মের আছে (১.৮৬%)
জন।
এই জেলার প্রধান পেশা কৃষি।
এই জেলার রপ্তানী পন্য গুলোর মধ্যে
আছে ধান, পাট, গম,আম, লিচু, কাঁঠাল ও ইক্ষু।
দর্শনীয় স্থান সমূহঃ
রামসাগর, সীতাকোট, সিংড়া ফরেস্ট,নয়াবাদ
মসজিদ ও শুরা মসজিদ ইত্যাদি উল্লেখযোগ্য।
কান্তজীউ মন্দির
স্বপ্নপুরী
0 comments:
Thank you sharing for your comment