রাজশাহী জেলা আমাদের দেশের অন্যতম সুপরিচিত একটা জেলা।এই জেলাটি দেশের উত্তরাঞ্চলে অবস্থিত। এটি বর্তমানে বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি বিভাগীয় শহর। এই শহরটির আলোচনা করলে আলোচনা করে শেষ করা যাবে না। এই শহরটির নাম নিয়ে ও রয়েছে ব্যাপক আলোচনা। এই শহরের প্রাচীন নাম ছিল মহাকাল গড়। পড়ে রুপান্তরিত হয়ে রামপুর-বোয়ালিয়া নামে পরিচিতি লাভ করে। রামপুর-বোয়ালিয়া থেকে রাজশাহীতে কীভাবে রুপান্তরিত হলো তা আজও স্পষ্ট ভাবে জানা যায় নি।অনেকে মনে করেন, এই শহরটিতে হিন্দু রাজা ও মুসলিম সুলতানদের জমিদারী ছিল বলে এর নাম করণ হয় রাজশাহী।
রাজশাহী জেলাটি মোট ৯টি উপজেলা আর ১৩ টি থানা নিয়ে গঠিত।
উপজেলাগুলোর নাম হলোঃ ১.বাগমারা, ২. গোদাগাড়ী, ৩. তানোর,
৪. বাঘা, ৫. পুঠিয়া, ৬.মোহনপুর, ৭. চারঘাট, ৮. দূর্গাপুর ৯. পবা
এর মধ্যে মেট্রপলিটন
এলাকা ৪ টি।সিটি-কর্পোরেশন এলাকা ১ টি, পৌরসভার
সংখ্যা ১৪ টি, ইউনিয়ন ৭১ টি,গ্রামের সংখ্যা মোট ১,৯১৪ টি এবং মৌজার সংখ্যা ১,৭১৮ টি।
এই জেলার মোট আয়তন ২৪০৭. ০১ বর্গ কি.মি.। রাজশাহী জেলার জনসংখ্যা প্রায় ২৩,৭৭,৩১৪ জন।
এর মধ্যে পুরুষ আছে মোট ৫০.৬৬ শতাংশ আর মহিলা আছে ৪৯.৩৪ শতাংশ।
রাজশাহী জেলাতে শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক। তার মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে মোট
৫৫৯টি ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয় আছে মোট ৪২১টি। মাধ্যমিক বিদ্যালয় আছে মোট ৪০৯
টি এর মধ্যে সরকারী মাধ্যমিক বিদ্যালয় মোট ১১ টি এবং বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় আছে
মোট ৩৯৮ টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে মোট ৪৩ টি ও মাদ্রাসা আছে মোট ২২১ টি। মহাবিদ্যালয় আছে মোট ৭৪
টি এর মধ্যে সরকারী আছে মোট ৪টি আর বেসরকারী আছে মোট ৭০ টি। রাজশাহীতে মেডিকেল কলেজ আছে মোট ২ টি, এর মধ্যে সরকারী মেডিকেল কলেজ আছে ১ টি এবং বেসরকারী মেডিকেল কলেজ ১ টি। রাজশাহীতে পাবলিক বিশ্ববিদ্যালয়
আছে মোট ২ টি ,যার মধ্যে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় অন্যটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়,আছে
একটি ক্যাডেট কলেজ, একটি সাইন্স ল্যাবলেটরি এবং একটি কৃষি কলেজ।
স্বাস্থ্য বিভাগের দিকেও অনেক এগিয়ে আছে এই জেলাটি। এগুলো
হলোঃ ১. রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ১টি, ২. বেসরকারী ইসলামী ব্যাংক হাসপাতাল ১
টি, ৩. টিভি হাসপাতাল ১ টি, ৪. হেলথ টেকনোলজী ইনস্টিটিউট ১টি, ৫.আণবিক চিকিৎসা কেন্দ্র
১ টি, ৬.রুরাল ডিসপেনসারী ৩২ টি, ৭. পারিবারিক
কল্যাণ কেন্দ্র ৩৯ টি, ৮. উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ৯ টি।
রাজশাহী জেলাতে আছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। এই জেলাতে আছে মোট ১০,৪০৫
টি মসজিদ, আছে মোট ১,০২১ টি মন্দির এবং ১১৪
টি গীর্জা।
রাজশাহী
জেলার দর্শনীয় স্থান সমূহঃ
১. বাঘা মসজিদ
এই মসজিদটি অবস্থিত রাজশাহী জেলা হতে ৪১ কি.মি. দক্ষিণে বাঘা উপজেলায়। সুলতান নাসির
উদ্দীন নসরত শাহ এই মসজিদটি ১৫২৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন।
৩. শাহ্ মখদুমের
মাজার, এই মাজারাটি অবস্থিত রাজশাহী জিরো পয়েন্ট হতে আনুমানিক ১ কি.মি. দূরে।অটো বা রিক্সা যোগে
সেখানে যাওয়া যায়।
৪.পদ্মার পাড়,
এটি রাজশাহী জিরো পয়েন্ট হতে পশ্চিম দিকে আনুমানিক ৩ কি.মি. দূরে কোর্টের
দিকে প্রধান রাস্তার উত্তর পাশে অবস্থিত। অটো
বা রিক্সা যোগে সেখানে যাওয়া যায়।
৫.শহীদ কামরুজ্জামান
কেন্দ্রীয় উদ্যান ও চিরিয়াখানা, এটি রাজশাহী
জিরো পয়েন্ট হতে পশ্চিম দিকে আনুমানিক
৩ কি.মি. দূরে কোর্টের দিকে প্রধান রাস্তার উত্তর পাশে অবস্থিত। অটো বা রিক্সা যোগে সেখানে যাওয়া যায়।
৬. বরেন্দ্র গবেষণা
জাদুঘর, এটি রাজশাহী জিরো পয়েন্ট হতে পশ্চিম দিকে আনুমানিক ৮০০ মিটার দূরে প্রধান
রাস্তার উত্তর পাশে অবস্থিত।
৭. পুঠিয়া রাজবাড়ী,
এই রাজবাড়ী রাজশাহী জেলা সদর হতে ৩২ কি.মি. উ্ত্তর-পূর্বে নাটিার মহাসড়ক অভিমুখে পুঠিয়া অবস্থিত।
৮. পুঠিয়া শিব মন্দির,
এ্টি রাজশাহী সদর হতে প্রায় ১৫ কি.মি. দূরে পুঠিয়া উপজেলায় অরস্থিত। লেখার মধ্যে কোন ভূল থাকলে জানাবেন অবশ্যই।ইনশাল্লাহ
সংশোধন করব।
0 comments:
Thank you sharing for your comment