Monday, May 13, 2019

কুমিল্লা জেলা পরিচিতি



কুমিল্লা জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্যতম একটি প্রশাসনিক অঞ্চল।
কুমিল্লা জেলা রসমালাই ও খাদি কাপড়ের জন্য বিখ্যাত। কুমিল্লা জেলার মোট আয়তন ৩০৮৭.৩৩ বর্গ কি.মি. প্রায়। এই জেলার মোট জনসংখ্যা ৫৬, ০২,৬২৫ জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)।  কুমিল্লা জেলার স্বাক্ষরতার হার প্রায় ৪৬.০২%। ১৯৬০ সালে ভারতের ত্রিপুরা থেকে আলাদা করে কুমিল্লা জেলা গঠন করা হয়। কুমিল্লা জেলাটি মোট  ১৭টি উপজেলা নিয়ে গঠিত। ১৮৫ টি ইউনিয়ন, সংসদীয় আসন ১১ টি, সিটি কর্পোরেশন ০১ টি, পৌরসভা মোট ০৮টি (এগুলো আবার ৩ টি শ্রেণিতে বিভক্ত যথা ক,খ ও গ) ’ক’ শ্রেণিভুক্ত ১টি, ’খ’ শ্রেণিভুক্ত ৫টি এবং ’গ’ শ্রেণিভুক্ত ২টি।৩৬৮৭ টি গ্রাম, মৌজা ২৭,১৭ টি, হাটবাজার ৫৫৫টি ও ইউনিয়ন ভূমি অফিস মোট ১৭২ টি নিয়ে এই কুমিল্লা জেলাটি গঠিত।
কুমিল্লা জেলার উপজেলা সমূহের নামগুলো হলো :
১. লালমাই উপজেলা,
২. দেবিদ্বার উপজেলা,
৩. মেঘনা উপজেলা
৪. চান্দিনা উপজেলা,
৫. তিতাস উপজেলা,
৬. নাঙ্গল কোট উপজেলা,
৭. লাকসাম উপজেলা,
৮. মনোহরগঞ্জ উপজেলা,
৯. মুরাদনগর উপজেলা,
১০. চৌদ্দগ্রাম উপজেলা,
১১. বুড়িচং উপজেলা,
১২. ব্রাহ্মনপাড়া উপজেলা,
১৩. দাউদকান্দি উপজেলা,
১৪. বরুড়া উপজেলা,
১৫. সদর দক্ষিণ উপজেলা,
১৬. হোমনা উপজেলা ও
১৭. আদর্শ  সদর উপজেলা।


এই জেলাটি রয়েছে অনেক শিক্ষা-প্রতিষ্ঠান। এই জেলাতে আছে ১টি সরকারী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ০৪টি যার মধ্যে সরকারী ১টি এবং বেসরকারী মোট ০৩টি, ক্যাডেট কলেজ ০১টি, বেসরকারী কলেজ মোট ৩১টি, বাণিজ্যিক কলেজ সরকারী ০২টি, শিক্ষক প্রশিক্ষণ কলেজ ০১টি, পিটিআই ০১টি, এইচএসটিটিআই ০১টি, মেডিকেল এসিসটেন্ট প্রশিক্ষণ কেন্দ্র ০২টি, যার মধ্যে সরকারী ০১টি এবং বেসরকারী ০১টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৫৫টি, উচ্চ মাধ্যমিক (স্কুল এন্ড কলেজ) ৯০টি, সরকারী মাধ্যমিক বিদ্যালয় ০৯টি, সরকারী কলেজ ১০টি, মাধ্যমিক বিদ্যালয় ৫৮০টি, দাখিল মাদ্রাসা ২৩৩টি, আলিম মাদ্রাসা ৭৫টি, ফাজিল মাদ্রাসা মোট ৬৩টি ও কামিল মাদ্রাসা মোট ১০টি।
সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ১৩৩০টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়( স্থায়ী ) ৬৭৩টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ( অস্থায়ী ) ১১টি, নন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ( অনুমতি প্রাপ্ত ) ১৩টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়( অনুমতি বিহীন ) ১৪টি, কিন্ডার গার্ডেন মোট ১০৮৬টি, এনজিও প্রচলিত শিক্ষাকেন্দ্র  ৫৪৩টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় মোট ২২৬টি,  স্বতন্ত্র ইবতেদায়ী ৭১টি, উচ্চ মাদ্রাসা সংযুক্ত ইবতেদায়ী ৩২২টি, আনন্দ স্কুল মোট ৪৭৬টি, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ০১টি এবং কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় মোট ০৯টি।

স্বাস্থ্য সংক্রান্ত  জাতীয় তথ্য :
কুমিল্লা  জেলায় মেডিকেল হাসপাতাল আছে মোট ০১টি, জেনারেল হাসপাতাল আছে ০১টি
, পুলিশ হাসপাতাল আছে মোট ০১টি,  কুমিল্লা কেন্দ্রীয় কারা হাসপাতাল আছে মোট ০১টি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আছে মোট ২১টি, ডায়াবেটিক হাসপাতাল মোট ০২টি, চক্ষু হাসপাতাল আছে মোট ০২টি, টিবি ক্লিনিক আছে মোট ০১টি, পল্লী স্বাস্থ্য কেন্দ্র আছে মোট ১৩টি,  ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র আছে মোট ১২৩টি, স্কুল হেল্থ ক্লিনিক মোট ০১টি ও সম্মিলিত সাময়িক হাসপাতাল মোট ০১টি।

কুমিল্লা জেলার দর্শনীয় স্থানসমূহ :
 কুমিল্লা জেলায় অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে। যার মধ্যে অন্যতম দর্শনীয় স্থান গুলো হলো,
১. শালবন বিহার
,
২. আনন্দ বিহার,
৩. গুনাইঘর বায়তুল আজগর সাত জামে মসজিদ,দেবিদ্বার কুমিল্লা,
৪. শ্রীকাইল সরকারী কলেজ,
৫. কোবা জামে মসজিদ চরবাকর,
৬. দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজ,
৭.  শাহ সুজা জামে মসজিদ
,
৮. নজরুল ইনস্টিটিউট,
৯. কুমিল্লা বিমান বন্দর,
১০. রাণীর কুঠি,
১১. ভিক্টোরিয়া সরকারী কলেজ,
১২. ভোজ রাজার বাড়ি,
১৩. রাজশেপুর ইকোপার্ক,
১৪. রাণী ময়নামতি প্রাসাদ ও মন্দির,
১৫. ইটাখোলা মুড়া,
১৬. রুপবান মুড়া,
১৭. কোটিলামুড়া,
১৮. সতের রত্ন মন্দির,
১৯. ধর্ম সাগর দিঘী,
২০. রাজ রাজেশ্বরী কালী বাড়ি ও
২১. ধর্মসাগর  নগর উদ্যান।



আরও দেখুন :

খাগড়াছড়ি জেলা পরিচিতি

সুনামগঞ্জ জেলা পরিচিতি

বরিশাল জেলা পরিচিতি

বাংলাদেশের সকল সরকারী পলিটেকনিকের নামসমূহ



Previous Post
Next Post

2 comments:

  1. কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক: যতখানি সুনাম কুড়িয়েছে, এটি ঠিক ততখানিই সুনামের দাবীদার!

    ReplyDelete
    Replies
    1. আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমরা আমাদের পোস্টটি আপডেট করার চেষ্টা করব ইনশা-আল্লাহ।আমাদের সাথেই থাকবেন আশা করি।

      Delete

Thank you sharing for your comment