জয়পুরহাট বাংলাদেশের
অন্যতম একটি সুন্দর জেলা। এই জেলাটি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের
অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলাটির মোট আয়তন প্রায় ৯৬৫.৪৪ বর্গ কি.মি.(৩৭২.৭৬
বর্গ মাইল)। এই জেলার মোট জনসংখ্যা প্রায় ৯,৫০,৪১১ জন(২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)। এই জেলাটি স্থাপিত
হয় ১৯৮৪ সালের ২৬শে ফেব্রুয়ারী । আগে এই জেলাটি বগুড়া জেলার মহকুমা ছিল। এই জেলার পোস্ট
কোড ৫৯০০ এবং প্রশাসনিক বিভাগের কোড ৫০৩৮। জয়পুরহাট জেলাটি দেশের একটি সীমান্তবর্তী
জেলা। এই জেলাটির পশ্চিমে নওগাঁ জেলা এবং ভারতের সীমান্ত, পূর্বে বগুড়া জেলা এবং গাইবান্ধা
জেলা, দক্ষিণে রয়েছে বগুড়া জেলা ও নওগাঁ জেলা এবং
উত্তরে রয়েছে গাইবান্ধা জেলা, দিনাজপুর জেলা এবং ভারতের সীমানা অবস্থিত।
এই জেলাটি মোট
০৫টি উপজেলা, ০৫টি পৌরসভা, ৩২টি ইউনিয়ন, ৯৮৮টি গ্রাম ও ৭৬২টি মৌজা নিয়ে গঠিত। জয়পুরহাট জেলায় মোট ০২টি সংসদীয় আসন রয়েছে।
এগুলো হলো জয়পুরহাট-১ আসন এবং জয়পুরহাট-২ আসন।
জয়পুরহাট জেলার
উপজেলা সমূহের নামসমূহ :
১. জয়পুরহাট
সদর উপজেলা,
২. আক্কেলপুর
উপজেলা,
৩. কালাই উপজেলা,
৪. ক্ষেতলাল
উপজেলা ও
৫. পাঁচবিবি
উপজেলা।
শিক্ষাব্যবস্থা.
জয়পুরহাট জেলার শিক্ষার হার ৬৪%। এই জেলাতে সরকারী কলেজ আছে মোট ০৩টি, বেসরকারী কলেজ ৩৯টি, মহিলা ক্যাডেট কলেজ ০১টি, সরকারী মাধ্যমিক বিদ্যালয়
মোট ০৪টি, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় মোট ১৬১টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে মোট
২৬৩টি, বেসরকারী বিদ্যালয় আছে মোট ৮৭টি, সরকারী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আছে মোট ০১টি,
সেরকারী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আছে মোট ১৩টি, কামিল মাদ্রাসা আছে মোট ০৪টি, ফাজিল
মাদ্রাসা আছে মোট ১০টি, আলিম মাদ্রাসা আছে মোট ১৭টি, দাখিল মাদ্রাস আছে মোট ৮০টি,পিটিআই আছে মোট ০১টি, মডেল মাদ্রাসা আছে মোট
০১টি, টিটিআই মাদ্রাসা আছে মোট ০১টি।
ধর্ম : এই জেলায়
প্রায় সকল ধর্মের লোকই বসবাস করে থাকে। মোট জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি মুসলিম। এছাড়াও
আছে সাওতাল, ওরাও, হিন্দু, বৌদ্ধ, মুনডা, মোহালি, বুনা, কোচ, হো, পাহান ও রাজবংশী।
মোট ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে ৪৮০০০ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)।
এই জেলায় মোট
মসজিদ আছে ২৫৭৩টি, হিন্দু মন্দির আছে মোট ৪৩৪টি, বৌদ্ধ মন্দির আছে মোট ১৮টি, গীর্জা
আছে মোট ২১টি ও জেলায় মোট ১৮৬টি মসজিদ কেন্দ্রীয় পাঠাগার রয়েছে, ৬৭৫ টি প্রশিক্ষিত
ইমাম এবং মোট ২২০০টি ইমাম রয়েছে।
দর্শনীয় স্থান
সমূহ : জয়পুরহাটে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে । এগুলো হলো: ১. বেল আমলা বার শিবালয়
(শিব মন্দির) জয়পুরহাট সদর, ২. পাগলা দেওয়ান বধ্যভূমি
, জয়পুরহাট সদর, ৩. পাথরঘাটা মাজার,
পাঁচবিবি, ৪. লাকমা রাজবাড়ী, ৫. ভীমের পান্টি, মঙ্গলবাড়ি, জয়পুরহাট, ৬. দুয়ানী ঘাট,
জয়পুরহাট, ৭. গোপীনাথপুর মন্দির, আক্কেলপুর, ৮. হিন্দা কসবা শাহী মসজিদ, ক্ষেতলাল ৯.
নিমাই পীরের মাজার, পাথরঘাটা, পাঁচবিবি, ১০. আছরাঙ্গা দিঘী, ১১. নন্দাইল দিঘী কালাই, ১২.শিশু
উদ্যান, জয়পুরহাট, ১৫. দুয়ানী ঘাট, জয়পুরহাট ও ১৬. বার শিবালয় মন্দির জয়পুরহাট ইত্যাদি উল্লেখযোগ।
এই জেলার প্রধান
নদীগুলো হলো :
১. ছোট যমুনা
নদী, ২. তুলসী গঙ্গা নদী
, ৩. হারাবতি নদী ও ৪. সিরি নদী।
এই জেলার স্বাস্থ্য
বিষয়ক সরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, জেলা আধুনিক হাসপাতাল ১টি ১৫০ শয্যা বিশিষ্ট,
উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ০৫টি (০৪টি ৫০ শয্যা এবং ৩১ শয্যা ০১টি), ইউনিয়ন উপ-স্বাস্থ্য
কেন্দ্র ১২টি এবং কমিউনিটি ক্লিনিক মোট ১১২টি।
আরও দেখুন :
বরিশাল জেলা পরিচিতি
সুনামগঞ্জ জেলা পরিচিতি
নাগরপুর উপজেলা
0 comments:
Thank you sharing for your comment