সুনামগঞ্জ জেলা
বাংলাদেশের অন্যতম একটি সুনামধন্য জেলা।এই জেলাটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট
বিভাগের একটি প্রশাসনিক এলাকা। ১৮৭৭ সালে সুনামগঞ্জকে
মহকুমায় এবং ১৮৮৪ সালে এটিকে জেলায় পরিনত করা হয়।সুনামউদ্দিন নামক জনৈক মোগল সিপাহীর
নামানুসারে এই জেলাটির নামকরণ করা হয়। এই জেলাটির পশ্চিমে কিশোরগঞ্জ জেলা ও নেত্রকোণা
জেলা, পূ্র্বে সিলেট জেলা, দক্ষিণে হবিগঞ্জ জেলা এবং উত্তরে খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়
অবস্থিত। এই জেলার মোট আয়তন প্রায় ৩৭৪৭.১৮
বর্গ কি.মি.। এই জেলার মোট জনসংখ্যা প্রায় ২৪,৬৭,৯৯৬ জন (২০১১ সালের আদমশুমাী
অনুযায়ী)। এই জেলাটি মোট ১১ টি উপজেলা, ১২ টি থানা, ০৪ টি পৌরসভা, ৮৭ টি ইউনিয়ন ও ১৫৩৫
টি মৌজা এবং ২৮৮৭ টি গ্রাম নিয়ে গঠিত হয়। এই জেলাটির পোস্ট কোড ৩০০০ এবং প্রশাসনিক
বিভাগের কোড ৬০৯০। স্বাক্ষরতার হার প্রায় ৯৫.৭৫%।
উপজেলা গুলো
হল :
১. জামালগঞ্জ
উপজেলা,
২. সুনামগঞ্জ
সদর উপজেলা,
৩. ধর্মপাশা
উপজেলা,
৪. শাল্লা উপজেলা,
৫. তাহিরপুর
উপজেলা,
৬. দিরাই উপজেলা,
৭. দক্ষিণ সুনামগঞ্জ
উপজেলা,
৮. জগন্নাথপুর
উপজেলা,
৯. দোয়ারাবাজার
উপজেলা,
১০. বিশ্বস্তরপুর
উপজেলা,
১১. ছাতক উপজেলা,
শিক্ষা-প্রতিষ্ঠান
সমূহ : এই জেলাতে আছে সুনামধন্য অনেক শিক্ষা-প্রতিষ্ঠান। সুনামগঞ্জ সরকারী কলেজ, সুনামগঞ্জ
মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজ, সুনামগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
ইনস্টিটিউট, দিগেন্দ্র বর্মন সরকারী কলেজ, জামালগঞ্জ সরকারী কলেজ, ছাতক সরকারী কলেজ,
দিরাই সরকারী কলেজ, ধর্মপাশা সরকারী কলেজ, দোয়ারবাজার সরকারী কলেজ, জগন্নাথপুর সরকারী
কলেজ, শাল্লা সরকারী কলেজ
, বাধাঘাট সরকারী কলেজ,তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, এইচ.এম.পি. উচ্চ বিদ্যালয়, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারী এস.সি. বালিকা উচ্চ বিদ্যালয় ইত্যাদি উল্লেখযোগ্য।
, বাধাঘাট সরকারী কলেজ,তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, এইচ.এম.পি. উচ্চ বিদ্যালয়, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারী এস.সি. বালিকা উচ্চ বিদ্যালয় ইত্যাদি উল্লেখযোগ্য।
এই জেলার দর্শনীয়
স্থান সমূহের মধ্যে রয়েছে :
১. টাঙ্গুয়ার
হাওর, ২. হাসন রাজার স্মৃতি বিজড়িত জমিদার বাড়ি, ৩.ডলুরা শহীদদের সমাধি সৌধ, ৪. জগন্নাথ জিউর আখড়া জামালগঞ্জ সাচনাবাজার,
৫. গৌরারং জমিদার বাড়ি, ৬. পাগলা মসজিদ দক্ষিণ সুনামগঞ্জ, ৭. পাইলগাও জমিদার বাড়ি
, ৮. রাধা রমন দত্ত এর সমাধি, ৯. আছিম শাহ’র মাজার, ১০. মরহুম বাউল সম্রাট শাহ আব্দুল করিম এর বাড়ি, ১১. সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর, ১২. বারেকের ঢিলা, ১৩. সুরমা নদী, ১৪. যাদুকাটা নদী ও ১৫. ছাতক সিমেন্ট ফ্যাক্টরী ।
, ৮. রাধা রমন দত্ত এর সমাধি, ৯. আছিম শাহ’র মাজার, ১০. মরহুম বাউল সম্রাট শাহ আব্দুল করিম এর বাড়ি, ১১. সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর, ১২. বারেকের ঢিলা, ১৩. সুরমা নদী, ১৪. যাদুকাটা নদী ও ১৫. ছাতক সিমেন্ট ফ্যাক্টরী ।
0 comments:
Thank you sharing for your comment