Thursday, May 9, 2019

বরিশাল জেলা

                      শেরে বাংলা এ. কে. ফজলুল হক

          বরিশাল জেলা পরিচিতি 

বরিশাল বাংলাদেশের অন্যতম সুন্দর একটা বিভাগ ও জেলা। এই জেলাটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলা। বাংলাদেশের প্রাচ্যের ভেনিস নামে পরিচিত শহরটি বরিশাল জেলায় অবস্থিত। এই ভেনিস বরিশাল বিভাগের সদর দপ্তর। বাংলাদেশের অন্যতম সুন্দর একটি শহরের মধ্যে এটি অন্যতম। এই শহরটি কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। 

এই শহরটির পুরাতন নাম চন্দ্রদীপ। বরিশাল দেশের অন্যতম প্রধান খাদ্যশস্য উৎপাদন কেন্দ্র।দেশের অন্যতম দ্বিতীয়  বৃহত্তম  ও প্রাচীন নদী বন্দর এই বরিশালেই অবস্থিত। এই জেলার আয়তন ২৭৯০.৫১ বর্গ কি.মি.। এই জেলার মোট জনসংখ্যা ৩৮,৫৩,০৯৩ জন।

এই জেলাটি মোট ১০টি উপজেলা নিয়ে গঠিত।  উপজেলাগুলো হলো: ১. হিজলা উপজেলা, ২. উজিরপর উপজেলা, ৩.  মুলাদী উপজেলা, ৪. মেহেন্দীগঞ্জ উপজেলা, ৫. বাকেরগঞ্জ উপজেলা, ৬. বরিশাল সদর উপজেলা, ৭. বানারীপাড়া উপজেলা, ৮. বাবুগঞ্জ উপজেলা, ৯. গৌরনদী উপজেলা ও ১০. আগৈলঝাড়া উপজেলা।
এই জেলাতে মোট ৮৭টি ইউনিয়ন রয়েছ।

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ : এই জেলাতে অনেক গুলো সুনামধন্য স্কুল কলেজ রয়েছে। বিশ্ববিদ্যালয় রয়েছে ০১টি, যার নাম বরিশাল বিশ্ববিদ্যালয়। আমানউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ ,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,   বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ,  বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কলসকাঠি বিএম একাডেমী, বিএম কলেজ,

 মহিলা কলেজ, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ, ঝালকাঠি সরকারী কলেজ, ব্রজমোহন কলেজ, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় ইত্যাদি উল্লেখযোগ্য।
দর্শনীয় স্থানসমূহ: বরিশাল জেলায় অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো: বিবির পুকুর, বেলস পার্ক(বঙ্গবন্ধু উদ্যান),


অশ্বিনী কুমার টাউন হল, বিভাগীয় জাদুঘর (কালেক্টরেট ভবন), ব্রজমোহন কলেজ, শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল,


জামে কশাই মসজিদ, এবাদুল্লাহ জামে মসজিদ, অক্সফোর্ড মিশন এপিফানী গির্জা, ব্যাপ্টিস্ট মিশন গির্জা, সেইন্ট পিটার চার্চ, বাংলাদেশ ব্যাংক, লাকুটিয়া জমিদার বাড়ি,


নারিকেল বাগান, শঙ্কর মঠ, কীর্তন খোলা নদী,  ‍মুক্তিযোদ্ধা পার্ক, পদ্ম পুকর, প্লানেট পার্ক, কবি জীবনানন্দ দাশের বাড়ি ও গ্রন্থাগার ও ত্রিশ গোডাউন পার্ক, বদ্ধভূমি স্মৃতিসৌধ ইত্যাদি ।



বিখ্যাত ব্যক্তিবর্গ: শেরে বাংলা এ.কে. ফজলুল হক, যাকে বলা হয় বাংলার বাঘ।
কবি জীবনানন্দ দাশ, হানিফ সংকেত, স্পীকার আব্দুল জব্বার খাঁন , স্পীকার আব্দুল ওয়াহাব খাঁন, আগা বাকের খাঁন, কবি আহসান হাবীব, বীর শ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর,

মেজর এম এ জলিল ৯ নং সেক্টর কমান্ডার, অমৃত লাল দে,  আবু জাফর উবায়দুল্লাহ, কবি সুফিয়া কামাল, কবি কামিনী রায়, কবি কুসুমকুমারী দাশ, কবি আসাদ চৌধুরী, আব্দুল জব্বার, আব্দুল লতিফ, শাহরিয়ার নাফিস ক্রিকেটার উল্লেখযোগ্য।





Previous Post
Next Post

0 comments:

Thank you sharing for your comment