মানিকগঞ্জ সদর উপজেলার সকল গ্রাম ও ইউনিয়নের নাম সমূহ
দর্শক আজকে আমি আপনাদেরকে জানাব
মানিকগঞ্জ সদর উপজেলার সকল ইউনিয়ন ও গ্রামের তালিকা।
আপনি যদি মানিকগঞ্জ জেলার সদর
উপজেলার সকল গ্রামের নাম না জেনে থাকেন তবে আমাদের এই পোস্টটি আপনার জন্য। জেনে নিন
আপনার অজানা গ্রাম গুলোর নামের তালিকা এবং কোন গ্রাম কোন ইউনিয়নে অবস্থিত। আমাদের আজকের
পোস্টটি আশা করি আপনার অনেক উপকারে আসবে।
মানিকগঞ্জ জেলাটি ঢাকার খুবই
নিকট বর্তী ছো্ট্ট একটি জেলা। এই জেলার ১৩৭৮.৯৯ বর্গ কি.মি।
মানিকগঞ্জ জেলাটি মোট ০৭টি উপজেলা
এবং তিনটি সংসদীয় আসন নিয়ে গঠিত। মানিকগঞ্জ সদর আসনটি ২ নং আসনের আওতাভুক্ত।
সাতটি উপজেলার নাম গুলো হলো-
১. দৌলতপুর, ২. ঘিওর, ৩. সাটুরিয়া, ৪. হরিরামপুর, ৫. সিংগাইর, ৬. শিবালয় ও ৭. মানিকগঞ্জ সদর উপজেলা।
এখন
আমরা আলোচনা করব সদর উপজেলার সকল ইউনিয়ন ও গ্রাম নিয়ে।
মানিকগঞ্জ সদর উপজেলায় মোট ১০
টি ইউনিয়ন রয়েছে।
এগুলো হলো-
১. দিঘী ইউনিয়ন, ২. বেতিলা-মিতরা ইউনিয়ন, ৩. জাগীর ইউনিয়ন, ৪. আটিগ্রাম ইউনিয়ন, ৫. পুটাইল ইউনিয়ন, ৬. হাটিপাড়া ইউনিয়ন, ৭. ভাড়াদিয়া ইউনিয়ন, ৮. নবগ্রাম ইউনিয়ন, ৯. গড়পাড়া ইউনিয়ন ও ১০. কৃষ্ণপুর ইউনিয়ন।
উপরোক্ত প্রতিটি ইউনিয়নের সকল গ্রামের নাম ধারাবাহিকভাবে লিখে দেওয়া হলো-
দিঘী ইউনিয়ন
১. চামটা, ২. গুলটিয়া, ৩. লাউতা
দক্ষিণ, ৪. পাথরাইল, ৫. লাউতা উত্তর, ৬. বাগজান, ৭. শুশুন্ডা, ৮. রৌহাদহ্, ৯. পিতলাই,
১০. ভাটবাউর, ১১. দিঘী, ১২. কালিয়ানী,
১৩. চান্দরা, ১৪. খাগড়াকুড়ী, ১৫. কোটাই, ১৬. রমনপুর, ১৭. দোলাপাড়া, ১৮. মুলজান,
১৯. ডাউটিয়া, ২০. খরসতাই, ২১. কয়ড়া, ২২. কাগজী নগর, ২৩. ছুটিভাটবাউর, ২৪. নতুন বসতি,
২৫. স্বল্পহাতকোড়া ও ২৬. চাননগর।
কৃষ্ণপুর ইউনিয়ন
১. কাটিগ্রাম, ২. দশানী, ৩. চান্দরা, ৪. চরমত্ত, ৫. ইমামনগর, ৬. মকিমপুর, ৭. কসবা, ৮. মকিমপুর গাজীপাড়া, ৯. হাজীনগর, ১০. রাজিবপুর, ১১. পারমত্ত, ১২. আলীগঞ্জ, ১৩. গুজুরী, ১৪. দক্ষিণ মকিমপুর, ১৫. পাথরাইল, ১৬. উত্তর মকিমপুর, ১৭. ছোট বারাহিরচর, ১৮. দানিস্তনগর, ১৯. হুরারচর, ২০. বারাহি দিয়ারা, ২১. ভিকরা, ২২. বারাহিরচর, ২৩. বারাহি মোল্লাপাড়া, ২৪. কৃষ্ণপুর কাচারী কান্দি, ২৫. বারাহি মধ্যপাড়া, ২৬. বারাহি জান্নাকান্দি, ২৭. কৃষ্ণপুর উত্তরপাড়া, ২৮. কৃষ্ণপুর মধ্যপাড়া, ২৯. চরকৃষ্ণপুর।নবগ্রাম ইউনিয়ন
১. দোলা, ২. চরবারইল, ৩. বেংরই,
৪. ধলাই, ৫. ছোট
বারইল, ৬. নয়াকান্দি, ৭. বালিয়াবিল, ৮. ছকাই, ৯. বাঘুটিয়া, ১০. ছোটঘিওর, ১১.
দিঘুলীয়া, ১২.
বেড়িরচর, ১৩. ডুকরী, ১৪. সরুপাই, ১৫. পাছবারইল,
১৬. নবগ্রাম, ১৭. বড়বারইল, ১৮. বিলখৈলা,
ও ১৯. গিলন্ড।
ভাড়ারিয়া ইউনিয়ন
১. ধল্যা, ২. পারচৈল্যা, ৩. কাইমতারা, ৪. বেওথা বিজুরী, ৫. বালিরটেক, ৬. ভাটভোগ, ৭. বান্দু মহিষা, ৮. চরবালিরটেক, ৯. বাঘিয়া, ১০. কলাশী, ১১. উত্তর চৈল্যা, ১২. পূবশানবান্ধা, ১৩. চর বধুটি, ১৪. বাইতকোরা, ১৫. বিলচর পাকশিয়া উত্তর পার, ১৬. বিলচর পাকশিয়া দক্ষিন পার, ১৭. নলগোড়া ও ১৮. দক্ষিণ চৈল্যা।
হাটিপাড়া ইউনিয়ন
১. গোলাই, ২. হাটিপাড়া, ৩. পাওনান,
৪. কাজিকোলা, ৫. চেগারঘোনা, ৬. গোবিন্দপুর, ৭. বংখুরী, ৮. জগন্নাথপুর, ৯. গোপালখালী,
১০. ছোট বরুন্ডী, ১১. চরবংখুরী, ১২. রত্নদিয়া, ১৩. বনপারিল, ১৪. পালড়া, ১৫. বধুটি,
১৬. কুমুল্লী, ১৭. বৈট্টা ১৮. চৌকিঘাটা, ১৯. বান্দুমহিষা, ২০. মরনতলী, ২১. দুলর্ভদী,
২২. জায়গীর, ২৩. স্বল্পনন্দপুর ও ২৪. বড় বরুন্ডী।
পুটাইল ইউনিয়ন
১. ভাটারা, ২. ঘোস্তা জাহাঙ্গীর
নগর, ৩. মাস্তা, ৪. বেগম নগর, ৫. ঘোস্তা বড় নগর, ৬. কৃষ্ণনগর, ৭. ঘোস্তা কাচারী নগর,
৮. লেমুবাড়ী, ৯. হিজলাইন, ১০. উত্তর পুটাইল, ১১. ১২. গকুল নগর, ১৩. ছোট ঘোস্তা, ১৪.
মধ্য পুটাইল, ১৫. পশ্চিম হাসলী, ১৬. বালিয়াবিল, ১৭. কাফাটিয়া, ১৮. শিমুলিয়া, ১৯. চরঘোস্তা,
২০. কোনা বাড়ী, ২১. দক্ষিণ গুরুসেওতা, ২২. বাইতরা, ২৩. ভট্টি, ২৪. নুলন্ডী, ২৫. দক্ষিণ
পুটাইল, ২৬. ধল্লা, ২৭. পূর্ব হাসলী, ২৮. বেঘনা, ২৯. চান্দরা, ৩০. এগারশ্রী ও ৩১. কৈতরা।
আটিগ্রাম ইউনিয়ন
১. বার্তা, ২. পূর্ব আটিগ্রাম, ৩. আটিগ্রাম কুঠি, ৪. মির্জানগর, ৫. পাথালিয়াপাড়া, ৬. কুমুদপুর, ৭. দয়ারামপুর, ৮. মধ্যবড়ুন্ডী, ৯. বাসাই, ১০. কোষাভাঙ্গা, ১১. কোষনাইকান্দি, ১২. মালুটিয়া, ১৩. অনন্তপুর, ১৪. পোড়াপাড়া, ১৫. পুর্ব বাসাই, ১৬. ভগবানপুর, ১৭. উত্তরকেষ্টি, ১৮. ডিহিকাটিগ্রাম, ১৯. হরিহরপট্টি, ২০. পুর্বকেষ্টি, ২১. পশ্চিম আটিগ্রাম, ২২. চন্দ্রদেবপুর, ২৩. রাজনগর, ২৪. মাধবপুর, ২৫. নারিকুলী, ২৬. মাছুরী, ২৭. জাগিরদিঘুলিয়া, ২৮. চরবিরাটি, ২৯. খাসনারিকুলী, ৩০. কালিনগর, ৩১. ফারিরচর, ৩২. চাংগারীপাড়া, ৩৩. দক্ষিণ বরুন্ডী, ৩৪. উত্তর মাধবপুর, ৩৫. সরকার পাড়া, ৩৬. দেবেন্দ্র নগর ও ৩৭. বনকেষ্টি।
আরও পড়ুন- মানিকগঞ্জ জেলার সকল দর্শনীয় স্থান সমূহ
জাগীর ইউনিয়ন
১. উকিয়ারা, ২. জয়রা, ৩. বাইচাইল, ৪. নতুন বাইচাইল, ৫. ঘুরখী, ৬.ঢাকুলী, ৭. মেঘশিমুল, ৮. নলকুরিয়া, ৯. ধারীচোরা, ১০. দিয়ারা ভবানীপুর, ১১, জাগীর মেঘশিমুল, ১২. চর মহেশপুর, ১৩. চরমত্ত, ১৪. চান্দির চর, ১৫. গাড়াকুল, ১৬. দিয়ারা গোলড়া চান্দি, ১৭. কামারদিয়া, ১৮. গোলড়া চরখন্ড, ১৯. মহেশপুর, ২০. আঙ্গুটিয়া, ২১. বরিয়াজানি ও ২২. দেবগ্রাম।
বেতিলা মিতরা ইউনিয়ন
১. দক্ষিণ বার্থা, ২. পশ্চিম মিতরা, ৩. কৃষ্ণপট্টি, ৪. রতনপুর, ৫. সনসিংগা, ৬. সোনাকান্দর, ৭. আউটপাড়া, ৮. চকগোবিন্দপুর, ৯. বাংগড়া, ১০. তেরদোনা, ১১. গোপালপুর-ভাদুটিয়া, ১২. অষ্টদোনা, ১৩. নালড়া, ১৪. চক গোবিন্দপুর, ১৫. পশ্চিম রাথুরা, ১৬. পশ্চিম ঢাকারবাজু, ১৭. আলগীর চর, ১৮. বিপ্র-বেতিলা, ১৯. দক্ষিণ কৃষ্ণপুর, ২০. বেথুয়াজানী, ২১.বেতিলা, ২২. তালিফাবাদ, ২৩. রামদিয়া, ২৪. বেতিলার চর, ২৫. বড়বড়িয়াল, ২৬. পালড়া, ২৭. দক্ষিণ হাট বড়িয়াল, ২৮. পূর্বহাট বড়বড়িয়াল, ২৯. আমগাছিয়াবাড়ি, ৩০. দক্ষিণ মিতরা, ৩১. ছলন্ডী, ৩২. গোবিন্দপুর, ৩৩. পশ্চিম হাট বড়িয়াল, ৩৪. ছয়দোনা, ৩৫. মধ্যহাট বড়িয়াল, ৩৬. পূর্ব বান্দুটিয়া, ৩৭. ছোট বরিয়াল, ৩৮. হারুমাঝি, ৩৯. পূর্ব মিতরা, ৪০. উত্তর মিতরা ও ৪১. মধ্যমিতরা।
আরও পড়ুন- ঘিওর উপজেলার সকল গ্রামের নাম
গড়পাড়া ইউনিয়ন
১. সাকরাইল, ২. বিশ্বনাথপুর, ৩. ঘোনা, ৪. খানপুর, ৫. ছোট বাংগালা, ৬. জয়দেবপট্টি, ৭. বড় বাংগালা, ৮. খানপুর, ৯, তেঘুরী, ১০. শ্রীরামবাড়ি,১১. আলীনগর দিয়ারা, ১২. আলীনগর, ১৩. পাঞ্জনখাড়া, ১৪. মধ্যখালপাধোয়া, ১৫. বড় ষাইট্টা, ১৬. বাজেয়াপ্ত ভাটরা, ১৭. পশ্চিম খালপাধোয়া, ১৮. ছোট ষাইট্টা ১৯. দক্ষিণ উথুলী, ২০. উত্তর উথুলী, ২১. গড়পাড়া, ২২. চর গড়পাড়া, ২৩. দক্ষিণ বিল ডাউলী, ২৪. সাগরদিঘী, ২৫. উত্তর বিল ডাউলী।
দর্শক আপনার উপজেলার সকল গ্রামের
নাম জানতে আপানার জেলা এবং উপজেলার নাম লিখে কমেন্টস করুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার
উপজেলার প্রতিটি গ্রামের নাম এবং কোন গ্রাম কোন ইউনিয়নে অবস্থিত তা জানতে পারবেন আমাদের
এই ওয়েব সাইটিতে। আমরা সারা বাংলাদেশকে নিয়ে লেখার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন
এবং আপনার জানা সঠিক তথ্য আমাদেরকে জানাবেন, আমরা আমাদের পোস্টের তথ্যগুলো আপডেট করতে
পারব। এবং কোনো ভুল তথ্য থাকলে তা সংশোধন করতে পারব।
আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন-
বাংলাদেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়েরনাম
সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়েরনাম এবং অবস্থান
পাবনা জেলার বিবরণ ও দর্শনীয়স্থান সমূহ
মানিকগঞ্জ জেলার বিবরণ ও দর্শনীয়স্থান সমূহ
সিরাজগঞ্জ জেলার বিবরণ ও দর্শনীয়স্থান সমূহ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যাল(বুয়েট)
বাংলাদেশের সকল সরকারী পলিটেকনিকইনস্টিটিউট এর নাম
গাজীপুর জেলার বিবরন ও দর্শনীয়স্থান সমূহ