Thursday, May 16, 2019

নওগাঁ জেলা পরিচিতি



নওগাঁ জেলা বাংলাদেশের অন্যতম সুনামধন্য একটা জেলা। এই জেলাটি রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলাটি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলা। নওগাঁ জেলাটি একটি বরেন্দ্রীয়  অংশ। এই জেলাটি বাংলাদেশ আর ভারতের আন্তর্জাতিক সীমা রেখা সংলগ্ন জেলা।

 এই্ জেলাটি ১৯৮৪ সালের পহেলা মার্চ প্রতিষ্ঠা করা হয়। এই জেলাটির মোট আয়তন প্রায় ৩৪৩৫.৬৭ বর্গ কি.মি.। এই জেলার মোট জনসংখ্যা  ২৬,০০,১৫৮ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)। প্রশাসনিক বিভাগের কোড ৫০৬৪। এই জেলার স্বাক্ষরতার হার ৬২.৫২%।

এই জেলাটি মোট ১১টি উপজেলা, পৌরসভা ০৩টি, ইউনিয়ন মোট ৯৯ টি, গ্রাম ২৮৫৪টি  নিয়ে গঠিত।
উপজেলা গুলোর নাম হলো :
১.  ধামইরহাট উপজেলা,
২. মহাদেবপুর উপজেলা,
৩. পোরশা উপজেলা,
৪. সাপাহার উপজেলা,
৫. মান্দা উপজেলা,
৬.  বদলগাছী উপজেলা,
৭. নিয়ামতপুর উপজেলা,
৮. আত্রাই উপজেলা,
৯. নওগাঁ সদর উপজেলা,
১০. রানীনগর উপজেলা ও
১১. পত্নীতলা  উপজেলা।

আর পৌরসভাগুলোর নাম হলো :
১. নওগাঁ সদর পৌরসভা, ২. ধামুরহাট পৌরসভা ও ৩. নজিরপুর পৌরসভা ।




এই জেলাটির শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে ; পলিটেকনিক ইন্সটিটিউট ০১ টি, পি.টি.আই. ০১ টি, এইচ.এস.সি.( বি.এম.) কলেজ ৪৪ টি, এস.এস.সি. ভোকেশনাল কলেজ ৩৮ টি, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোট ০১ টি, দাখিল মাদ্রাসা মোট ২০২ টি,

 আলিম মাদ্রাসা ৪০ টি, ফাজিল মাদ্রাসা ৩৩ টি, কামিল মাদ্রাসা মোট ০২ টি,  বেসরকারী মহাবিদ্যাল মোট ৭৪ টি,  সরকারী মহাবিদ্যালয় মোট ০৬, বেসরকারী কৃষি  কলেজ মোট  ০২ টি, বিশ্ববিদ্যালয় কলেজ মোট ০১ টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ৭৯৪ টি, রেজি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ৪৮২ টি, সরকারী উচ্চ  বিদ্যালয় মোট  ০৪ টি, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় মোট ৩৭৫ টি।


এই জেলায়  বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। এই জেলাতে বসবাসকারীদের  মধ্যে রয়েছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ। 

এদের মধ্যে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়াও আছে বিভিন্ন উপজাতি। এদের মধ্যে রয়েছে সাওতাল, উরাও, মুন্ডা, সুরিয়া, পাহাড়ি, মাহালি, বাঁশফোর ও কুমরি ইত্যাদি।
এই জেলায় মোট মসজিদ আছে ৪৫৭০টি, মন্দির আছে মোট ৫৪২টি ও গীর্জা আছে মোট ৫৩টি।

এই জেলাটি কৃষি নির্ভর একটি জেলা।এই জেলার মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। এই জেলার মোট কৃষি আবাদি জমির পরিমাণ ২,৭৩,৮৩২ হে:, চাষী পরিবারের সংখ্যা মোট ৪,৬৪,১২৮ টি। এই জেলার কৃষি জমিতে উৎপাদন হয় ধান, পাট, গম, আলু ও ভূট্টা  এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফসল।

এই জেলার দর্শনীয় স্থানসমূহ হলো : ১. কুসুম্বা মসজিদ, মান্দা ,২. পাহাড়পুর বৌদ্ধ বিহার,বদলগাছী,


৩. পতিসর কাছারী বাড়ি, আত্রাই, ৪. ভীমের পান্টি, ধামইরহাট,


৫. বলিহার রাজবাড়ি, নওগাঁ সদর, ৬. হলুদ বিহার, বদলগাছী, ৭. দুবলহাটি জমিদারবাড়ি, নওগাঁ সদর, ৮. জগদল বাড়ী, ধামইরহাট

  
ও ৯. আলতাদিঘী, ধামইরহাট ইত্যাদি উল্লেখযোগ্য।

আরও দেখুন :

জয়পুরহাট জেলা পরিচিতি

সুনামগঞ্জ জেলা পরিচিতি

বরিশাল জেলা পরিচিতি
Previous Post
Next Post

0 comments:

Thank you sharing for your comment