Wednesday, December 6, 2023

পুরান ঢাকার দর্শনীয় স্থান সমূহ

 

পুরান ঢাকার দর্শনীয় স্থান সমূহ
আহসান মঞ্জিল

পুরান ঢাকার দর্শনীয় স্থান সমূহ

আপনারা সারা বছর ঢাকায় থাকেন কিন্তু এইসব স্থান জানা না থাকার কারণে শুক্রবার ছুটির দিনে ঘুরে আসতে পারেন না। সাপ্তাহিক ছুটির দিনে আপনারা আপনাদের অবসর সময় কাটানোর জন্য এইসব স্থানে ঘুরে আসতে পারেন। পুরো সপ্তাহ কাজের মধ্যে থেকে আপনার মনটা অনেক খারাপ হয়ে যায়। আপনার মনকে একটু ফ্রেশ রাখতে অল্প খরচেই ঘুরে আসতে পারবেন পুরান ঢাকার ঐতিহাসিক স্থানগুলোতে। আর এই স্থানগুলো একটা হতে আরেকটার তেমন বেশি দূরত্ব নয়। কাজেই একসাথে অনেকগুলো স্থান ঘুরে দেখে আসতে পারবেন। ঢাকায় সময় নষ্ট হয় শুধুমাত্র যানযটের কারণে।

ভ্রমণ করলে আপনার অনেক অভিজ্ঞতা বাড়বে। সেই সাথে আপনি ঢাকার রাস্তাঘাটগুলোর সাথেও পরিচিত হতে পারবেন।

তো চলুন দেখে নিই পুরোনো ঢাকার ঐতিহাসিক স্থানগুলোর নাম। যা ইতিহাসেসর পাতায় স্বাক্ষী হয়ে রয়েছে।

১. আহসান মঞ্জিল, কুমারতলি, সদরঘাট, ঢাকা বাংলাদেশ,

পুরান ঢাকার দর্শনীয় স্থান সমূহ
ধলা জমিদারবাড়ি ওয়ারী

২. উপমা চত্তর, নিউ মার্কেট, পিলখানা রোড, ঢাকা, বাংলাদেশ,
৩. আর্মেনিয়াম চার্জ, আর্মানীটোলা, ঢাকা, বাংলাদেশ,

পুরান ঢাকার দর্শনীয় স্থান সমূহ
রুপলাল বাড়ি

পুরান ঢাকার দর্শনীয় স্থান সমূহ
খান মোহাম্মদ মৃধা মসজিদ


৪. রুপলাল বাড়ি, আহসানউল্লাহ রোড,ফরাসগঞ্জ, ঢাকা, বাংলাদেশ,
৫. আজিমপুর দায়েরা শরীফ, আজিমপুর ঢাকা বাংলাদেশ,
৬. লালবাগ কেল্লা, আজিমপুর, ঢাকা, বাংলাদেশ,
৭. হুসেইনি দালান, লালবাগের পাশাপাশি, ঢাকা, বাংলাদেশ,


পুরান ঢাকার দর্শনীয় স্থান সমূহ
হুসেইনি দালান

৮. মঙ্গলাবাস, ত্রিমহিনিী মোহন , অভয় দাস লেন, ঢাকা, বাংলাদেশ,
৯. শাহ সাহেব বাড়ী বট তলা, আজিমপুর, ঢাকা, বাংলাদেশ,
১০. ধলা জমিদার বাড়ি, ওয়ারী, ঢাকা, বাংলাদেশ,

পুরান ঢাকার দর্শনীয় স্থান সমূহ
মঙ্গলাবাস

১১. পায়রার খোপ, হাজী আফছার উদ্দীন রোড,
১২. খান মোহাম্মদ মৃধা মসজিদ, লালবাগ রোড, ঢাকা, বাংলাদেশ,

পুরান ঢাকার দর্শনীয় স্থান সমূহ
পিলখানা গেইট বা বিজিবি প্যারেড গ্রাউন্ড

১৩. ধানমন্ডি লেক, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ ও
১৪. ঢামেশ্বরী মন্দির, ঢাকা বিশ্ববিদ্যাল এর পাশেই, ঢাকা বাংলাদেশ।

এছাড়াও ঢাকায় অনকে সুন্দর সুন্দর নতুন নতুন দর্শনীয় স্থান রয়েছে। আপনি চাইলে সেই সকল স্থানগুলোও ঘুরে আসতে পারেন।

আরও পড়ুন –

ঢাকার মধ্যে সকল দর্শনীয় স্থান সমূহ,

ব্র্যাক বিশ্ববিদ্যালয়,

গাজীপুর জেলার দর্শনীয় স্থান সমূহ ও জেলার পরিচিতি,

কুমিল্লা জেলার দর্শনীয় স্থান সমূহ ও জেলার বিস্তারিত আলোচনা,

Previous Post
Next Post

3 comments:

Thank you sharing for your comment