Thursday, December 7, 2023

বিভাগ ভিত্তিক ৬৪ জেলার নাম

 

বিভাগ ভিত্তিক ৬৪ জেলার নাম
বাংলাদেশ

বাংলাদেশের ৬৪টি জেলার নাম

আটটি বিভাগের নাম ও আয়তন

কোন জেলাটি কোন বিভাগের আওতাধীন

আজকে আমরা জানব বাংলাদেশের ৬৪ জেলার নাম সমূহ এবং কোন জেলা কোন বিভাগের আওতাধীন রয়েছে।

আজকে আমরা বিভাগ ভিত্তিক জেলার নাম নিয়ে এসেছি। অনেকেই হয়তোবা ৬৪ জেলার নাম জানি। কিন্তু কোন জেলাটি কোন বিভাগের মধ্যে তা জানি না। এতে করে আমাদের ৬৪ জেলার নাম গননা করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। আমাদের হিসেব মিলাতেও তখন অনেক কষ্ট হয়।

আপনি যদি বিভাগ ভিত্তিক মনে রাখার চেষ্টা করেন তবে সহজেই আপনার মাথায় থাকবে। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আন্ধাজ করতে পারবেন উক্ত জেলাটি দেশের কোন দিকে এবং কোন প্রান্তে।

আমরা সকলেই জানি বাংলাদেশে ৬৪ টি জেলা রয়েছে এবং টি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগের আওতায় আবার অনেকগুলো জেলা রয়েছে। এভাবে প্রত্যেকটি জেলার প্রশাসনিক কার্যক্রম হয়ে থাকে। গ্রাম থেকে শুরু করে, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ তারপর সমগ্র দেশকে আমরা বাংলাদেশ হিসেবে চিনে থাকি।

বাংলাদেশের আটটি বিভাগের নাম

. বরিশাল বিভাগ,

. চট্টগ্রাম বিভাগ,

. ঢাকা বিভাগ,

. খুলনা বিভাগ,

. সিলেট বিভাগ,

. রাজশাহী বিভাগ,

. রংপুর বিভাগ

. ময়মনসিংহ বিভাগ।

 

বরিশাল বিভাগ -

চলুন এবার জেনে নিই বরিশাল বিভাগের জেলা গুলোর নাম সমূহ।

বরিশাল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিভাগ। আর বরিশাল বিভাগের সদর দপ্তরটি হলো বরিশাল শহর। ১৯৯৩ সালে বৃহত্তর খুলনা বিভাগের ৬টি জেলাকে নিয়ে বরিশাল বিভাগ গঠিত হয় বরিশাল বিভাগের মোট আয়তন ১৩,৬৪৪.৮৫ বর্গ কি.মি. বরিশাল বিভাগের মধ্যে ৬টি জেলা এবং ৪২টি উপজেলা রয়েছে। আর এই ৬টি জেলাকে নিয়ে বরিশাল বিভাগের সকল প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে।

বরিশাল বিভাগের এই ৬টি জেলার নাম হলো

. ভোলা জেলা, . বরিশাল জেলা, . বরগুনা জেলা, . পিরোজপুর জেলা, . ঝালকাঠি জেলা . পটুয়াখালী জেলা।

প্রতিটি জেলার আওতায় আবার অনেকগুলো উপজেলা, ইউনিয়ন গ্রাম রয়েছে।

 

খুলনা বিভাগ

বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে খুলনা বিভাগ একটি। এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিভাগ। এই বিভাগের মধ্যে ১০টি জেলা এবং ৫৯টি উপজেলা রয়েছে। এই দশটি জেলা নিয়ে এই বিভাগের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। খুলনা বিভাগের মোট আয়তন ২২,২৮৫ বর্গ কি.মি. এই বিভাগটির সদর দপ্তর হলো খুলনা শহর।

খুলনা বিভাগের ১০টি জেলার নাম হলো

. খুলনা জেলা, . কুষ্টিয়া জেলা, . ঝিনাইদহ জেলা, . যশোর জেলা, . নড়াইল জেলা, . চুয়াডাঙ্গা জেলা, . বাগেরহাট জেলা, . সাতক্ষীরা জেলা, . মাগুরা জেলা ১০. মেহেরপুর জেলা।

প্রতিটি জেলার আওতায় আবার অনেকগুলো উপজেলা, ইউনিয়ন গ্রাম রয়েছে।

 

সিলেট বিভাগ

বাংলাদেশের মোট ৮টি বিভাগের মধ্যে সিলেট বিভাটি অন্যতম। সিলেট বিভাটি ১৯৯৫ সালে ৪টি জেলা নিয়ে গঠিত হয়। এটি ঢাকা বিভাগের উত্তর-পূর্ব দিকের একটি বিভাগ। পূর্বে সিলেট ঢাকা বিভাগের আওতাধীন ছিল। সিলেট বিভাগের মোট আয়তন ১২,৫৫৮ বর্গ কি.মি. সিলেট বিভাগের বিভাগীয় সদর দপ্তরটি সিলেট শহরে। সিলেট বিভাগে মোট ৪টি জেলা এবং ৪১টি উপজেলা রয়েছে। এই সিলেট বিভাগের প্রথম কমিশনার ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান।

সিলেট বিভাগের ৪টি জেলার নামগুলো হলো

. সিলেট জেলা, . মৌলভীবাজার জেলা, . সুনামগঞ্জ জেলা . হবিগঞ্জ জেলা।

প্রতিটি জেলার আওতায় আবার অনেকগুলো উপজেলা, ইউনিয়ন গ্রাম রয়েছে।

 

 

ঢাকা বিভাগ

ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা বিভাগটি ১৮২৯ সালে গঠিত হয় এই বিভাগের আয়তন মোট ২০,৫৩৯ কি.মি. এই জেলায় মোট ১৩টি জেলা এবং ৮৯টি উপজেলা নিয়ে গঠিত। ঢাকা বিভাগের বিভাগীয় সদর দপ্তটি ঢাকায় অবস্থিত। ঢাকা বিভাগের সাথে শূধূমাত্র উপরাঞ্চলের রংপুর বিভাগের সাথে সীমানা নেই। আর তাছাড়া বাকি ৬টি বিভাগের সাথেই এই বিভাগের সীমানা রয়েছে।

ঢাকা বিভাগের ১৩টি জেলার নামগুলো হলো

. ঢাকা জেলা, . মানিকগঞ্জ জেলা, . টাংগাইল জেলা, . নারায়ণগঞ্জ জেলা, . কিশোরগঞ্জ জেলা, . গাজীপুর জেলা, . রাজবাড়ী জেলা, . মাদারীপুর জেলা, . ফরিদপুর জেলা, ১০. গোপালগঞ্জ জেলা, ১১. নরসিংদী জেলা, ১২. শরীয়তপুর জেলা ১৩. মুন্সিগঞ্জ জেলা।

প্রতিটি জেলার আওতায় আবার অনেকগুলো উপজেলা, ইউনিয়ন গ্রাম রয়েছে।

বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ ঢাকায় বসবাস করে। ব্যবসা, শিল্প, কারখানা, সরকারী প্রতিষ্ঠান, বেসরকারী প্রতিষ্ঠান গুলোর সদর দপ্তরগুলোর প্রায় সব কয়টিরই ঢাকায় অবস্থিত। বলা যায় ঢাকা বাংলাদেশের প্রাণ কেন্দ্র।

 

রংপুর বিভাগ

বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগটি রংপুর বিভাগ। এটি উত্তরাঞ্চল নামেই পরিচিত। ঢাকা বিভাগের সাথে এই জেলার কোনো সীমান্ত এলাকা নেই। এই জেলার আয়তন ১৬৩৭৪.০৯১ বর্গ কি.মি. এই বিভাগটি মোট ৮টি জেলা ৫৮টি উপজেলা নিয়ে গঠিত। রংপুর বিভাগের সদর দপ্তর রংপুর সদর। এই বিভাগটি ২০১০ সালে প্রতিষ্ঠা লাভ করে।

এই বিভাগের টি জেলার নামগুলো হলো

. রংপুর জেলা, . দিনাজপুর জেলা, . পঞ্চগড় জেলা, . ঠাকুরগাঁও জেলা, . নীলফামারী জেলা, . কুড়িগ্রাম জেলা, . গাইবান্ধা জেলা . লালমনিরহাট জেলা।

প্রতিটি জেলার আওতায় আবার অনেকগুলো উপজেলা, ইউনিয়ন গ্রাম রয়েছে।

 

 

রাজশাহী বিভাগ

বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে অন্যতম আরেকটি বিভাগের নাম হলো রাজশাহী বিভাগ। আমের জন্য বিখ্যাত এই বিভাগ। রাজশাহী শব্দটি কানে শোনা মাত্রই মনে পড়ে যায় আমের কথা। রাজশাহী বিভাগটি মোট ৮টি জেলা এবং ৬৭টি উপজেলা নিয়ে গঠিত।

রাজশাহী বিভাগটি ১৮২৯ সালে প্রতিষ্ঠা লাভ করেন। বিভাগটির সদর দপ্তর রাজশাহী সদর।

রাজশাহী বিভাগের  মো আয়তন ১৮,১৫৪ বর্গ কি.মি.

রাজশাহী বিভাগের ৮টি জেলার নামগুলো হলো

. রাজশাহী জেলা, . বগুড়া জেলা, . পাবনা জেলা, . সিরাজগঞ্জ জেলা, . জয়পুরহাট জেলা, . নাটোর জেলা, . চাঁপাইনবাবগঞ্জ জেলা . নওগাঁ জেলা।

প্রতিটি জেলার আওতায় আবার অনেকগুলো উপজেলা, ইউনিয়ন গ্রাম রয়েছে।

 

চট্টগ্রাম বিভাগ

বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে অন্যতম আরেকটি বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশের পূর্ব-দক্ষিণাঞ্চলে এই বিভাগটি অবস্থিত।এটি বাংলাদেশের পার্বত্য বিভাগ। এই বিভাগের বিভিন্ন জেলায় পাহাড় উঁচু উঁচু রয়েছে।

চট্টগ্রাম বিভাগে মোট ১১টি জেলা এবং ১০৩টি উপজেলা রয়েছে।এই বিভাগটি ১৮২৯ সালে প্রতিষ্ঠা লাভ করে। বিভাগটির সদর দপ্তর চট্টগ্রাম সদরে। এই জেলার মোট আয়তন ৩৩,৯০৪ বর্গ কি.মি. বাংলাদেশের সবচাইতে বড় বিভাগ এটি। কক্সবাজার সমুদ্র সৈকত এই বিভাগের কক্সবাজার জেলায়। বাংলাদেশের সবচাইতে পর্যটন এলাকা এই বিভাগ। সমুদ্র, পাহাড়, ঝর্ণা সমতল সবই আছে এই বিভাগে। তাছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক নদী বন্দর গুলোও এই বিভাগে। শিল্প-কারখানাও সবচাইতে বেশি এই বিভাগে।

এই বিভাগের ১১টি জেলার নামসমূহ হলো

. চট্টগ্রাম জেলা, . কক্সবাজার জেলা, . নোয়াখালী জেলা, . ফেনী জেলা, . লক্ষ্মীপুর জেলা, . কুমিল্লা জেলা, . চাঁদপুর জেলা, . ব্রাহ্মণবাড়িয়া জেলা, . রাঙামাটি জেলা, ১০. খাগড়াছড়ি জেলা ১১. বান্দরবান জেলা।

প্রতিটি জেলার আওতায় আবার অনেকগুলো উপজেলা, ইউনিয়ন গ্রাম রয়েছে।

 

ময়মনসিংহ বিভাগ

ঢাকার খুব কাছের একটি ছোট্ট বিভাগ এবং বাংলাদেশের আটটি বিভাগের সর্বশেষ বিভাগ এই ময়মনসিংগ বিভাগ। মাত্র ৪িট জেলা উপজেলা নিয়ে এই বিভাগটি গঠিত হয়। এই বিভাগের প্রশাসনিক সদর দপ্তর ময়মনসিংহ সদর। ময়মনসিংহ বিভাগের মোট আয়তন ১০,৫৫২ বর্গ কি.মি.

এই বিভাগটি ২০১৫ সালে প্রতিষ্ঠা লাভ করে। এই নতুন বিভাগটি পূর্বে ঢাকা বিভাগের আওতাধীন ছিল। প্রশাসনিক কাজের জটিলতার কারণে এবং ঢাকা বিভাগ অনেক ব্যস্ত এবং দেশের প্রধানতম বিভাগ হওয়ায় এটিকে ছোট করে নতুন বিভাগ তৈরী করে কাজের চাপ অনেকটা কমিয়ে আনেন সরকার।

ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার নামমূহ হলো

. ময়মনসিংহ জেলা, . শেরপুর জেলা, . জামালপুর জেলা . নেত্রকোণা জেলা।

প্রতিটি জেলার আওতায় আবার অনেকগুলো উপজেলা, ইউনিয়ন গ্রাম রয়েছে।

দর্শক আপনারা যদি আপনাদের জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তবে অবশ্যই আমাদের অনান্য পোস্ট গুলো পড়তে পারেন। আমরা বাংলাদেশের ৬৪ জেলার বিস্তারিত বিবরণ নিয়ে লিখছি। আর আমাদের পোস্টে যদি কোনো ধরনের ভুল তথ্য থেকে থাকে তবে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা আপনার দেওয়া তথ্যকে যাচাই করে আমারদের পোস্টটি সংশোধন করব ইনশা-আল্লাহ।

আমাদের সাথেই থাকুন আর আপনার অজানা তথ্য আমাদের ওয়েব সাইট থেকে জেনে নিন।

আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন

নেত্রকোণা জেলার দর্শনীয় স্থান জেলার বিস্তারিত বিবরণ,

পাবনা জেলার দর্শনীয় স্থান জেলার বিস্তারিত বিবরণ,

সিরাজগঞ্জ জেলার দর্শনীয় স্থান জেলার বিস্তারিত বিবরণ,

কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান জেলার বিস্তারিত বিবরণ,

বাগেরহাট জেলার দর্শনীয় স্থান জেলার বিস্তারিত বিবরণ,

বরগুনা জেলার দর্শনীয় স্থান জেলার বিস্তারিত বিবরণ,

কুমিল্লা জেলার দর্শনীয় স্থান জেলার বিস্তারিত বিবরণ,

মানিকগঞ্জ জেলার দর্শনীয় স্থান জেলার বিস্তারিত বিবরণ

ব্র্যাক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত,

বাংলাদেশের সকল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের নাম সমূহ,

 

Previous Post
Next Post

0 comments:

Thank you sharing for your comment