Tuesday, March 26, 2019

টাংগাইলের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ের নাম


আজকের  বিষয় টাংগাইলের সকল শিক্ষা-প্রতিষ্ঠানের নাম


টাংগাইলের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ের নাম

বাংলাদেশের মধ্যে অন্যতম  শিক্ষিত ও  শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে জেলাগুলো মোটামুটি  অনেক এগিয়ে  আছে তার মধ্যে টাংগাইল অন্যতম। আমাদের টাংগাইল শহরকে আমরা নিঃস্বন্দেহে  বলতে পারি একটা শিক্ষা-নগরী। কারণ হলো আমাদের টাংগাইলের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর লেখাপড়ার মান অনেক ভালো। আজকে  সারা বাংলাদেশে ব্যাপক সুনাম কুঁড়িয়েছে আমাদের টাংগাইলের সকল প্রতিষ্ঠান। যার ফলে প্রায় প্রত্যেক জেলা হতে হাজার হাজার শিক্ষার্থীরা আসে আমাদের জেলাতে লেখাপড়া করতে। আমাদের টাংগাইলের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর নাম ‍নিচে তিুলে ধরা হলোঃ

টাংগাইলের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ের নাম

বিশ্ববিদ্যালয়-  ১. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

কলেজ সমূহ-  ১.সরকারী এম. এম. আলী কলেজ, কাগমারী  ২. মাওলানা ভাসানী ডিগ্রি  কলেজ, এলাসিন,  ৩. মেজর জেনারেল মাহমুদুল আদর্শ কলেজ, টাংগাইল,  ৪. করটিয়া সরকারী সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ,  ৫. নাগরপুর সরকারী কলেজ,  ৬. নাগরপুর সরকারী মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ,  ৭. টাংগাইল মেডিকেল কলেজ ,  ৮. মির্জাপুর ক্যাডেট কলেজ,   ৯. টাংগাইল পলিটেকনিক ইনস্টিটিউট,   ১০. কুমুদিনী সরকারী কলেজ,  ১১. কুমুদিনী মেডিকেল কলেজ, ১২. হাজী ঈসমাইল খাঁ বেসরকারী কারিগরী কলেজ,  ১৩. সরকারী শামসুল হক কলেজ, ১৪.লায়ন নজরুল ইসলাম কলেজ, কালিহাতি,  ১৫. সরকারী শেখ ফজিলাতুন্নেসা মুজিব কলেজ,টাংগাইল,  ১৬. বিবেকান্দন কলেজ,টাংগাইল  ১৭. পুলিশ লাইন্স কলেজ, টাংগাইল ১৮. টাংগাইল কমার্স কলেজ, ১৯. শাহীন কলেজ, ২০. সৃষ্টি কলেজ, ২১. আলাউদ্দিন সিদ্দিকী কলেজ,কালিহাতি, ২২. বংশাই স্কুল এন্ড কলেজ, ২৩. লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ, কালিহাতি, ২৪. শেহাব উদ্দিন কলেজ, ২৫. যমুনা কলেজ, ২৬. কালিহাতি কলেজ, ২৭. লুৎফর রহমান মতিন মহিলা কলেজ, ২৮. বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর সখিপুর, ২৯. বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ কালিহাতি,  ৩০. টাংগাইল টেক্সটাইল কলেজ, ৩১.প্রিন্সিপাল  ইব্রাহিম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ভূয়াপুর, ৩২. বাড়ীগ্রাম স্কুল এন্ড কলেজ, নাগরপুর, ৩৩. পাকুটিয়া বি.সি.আর.জি. ডিগ্রি  কলেজ, নাগরপুর, ৩৪.গোপালপুর ডিগ্রি  কলেজ, ৩৫. এগজোল্ট বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট, ৩৬. ইউজেনিক বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট, ৩৭. হাজী আবুল হোসেন  বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট, ৩৮. টাংগাইল  ল কলেজ, ৩৯. শহীদ রওশন আলী খান মহাবিদ্যালয়, ৪০. বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি  মহাবিদ্যালয়, ৪১. বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা কলেজ, ৪২.  ধনবাড়ী ডিগ্রি  কলেজ, ৪৩.আসিয়া হাসান  আলী মহিলা ডিগ্রি কলেজ, ৪৪. নরিল্যা মহাবিদ্যালয়, ৪৫. মধুপুর কলেজ, ৪৬. শমসের ফকির ডিগ্রি কলেজ, ৪৭. ঘাটাইল জিবিজি কলেজ, ৪৮. পাকুটিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়  এন্ড কলেজ, ৪৯.ব্রাক্ষণশাসন মহাবিদ্যালয়, ৫০. মাওলানা আঃ হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজ, দেলদুয়ার, ৫১. আরফান ডিগ্রি কলেজ, দেলদুয়ার ৫২. সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজ, দেলদুয়ার,  ৫৩. অগ্নিবীণা আইডিয়াল কলেজ, নাগরপুর,  ৫৪. জনতা  মহাবিদ্যালয় তে-বাড়ীয়া, নাগরপুর, ৫৫.শহীদ শাহেদ  হাজারী কলেজ, কালিহাতি, ৫৬. নারান্দিয়া টি.আর.কে.এন. স্কুল এন্ড কলেজ, ৫৭.হাজী আবুল হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ৫৮. আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষায়তন ও কলেজ, ৫৯. মুজিব কলেজ সখিপুর। ভূল থাকলে জানাবেন সংশোধন করব ইনশাল্লাহ।

আরও পড়ুন-

ব্র্যাক বিশ্ববিদ্যালয়,

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়

মানিকগঞ্জ জেলার সকল দর্শনীয় স্থান ও জেলার বিবরণ

যশোর জেলার দর্শনীয় স্থান ও জেলার বিবরণ

কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান ও জেলার বিবরণ