Thursday, November 23, 2023

কিভাবে উইন্ডোজ টেন (Windows 10) এবং উইন্ডোজ ইলিভেন (Windows 11) এর অটোমেটিক (Automatic Update) আপডেট বন্ধ করা যায়।

 উইন্ডোজ 10 & 11 এর অটো আপডেট বন্ধ করার সহজ সমাধান।

আপনি নিজেই আপনার পিসির অটো আপডেট বন্ধ করুন।

অটো আপডেট বন্ধ করে আপনার ইন্টারনেট খরচ কমান। 

আজকে আমরা আলোচনা করব কিভাবে উইন্ডোজ টেন (Windows 10) এবং উইন্ডোজ ইলিভেন (Windows 11) এর অটোমেটিক (Automatic Update) আপডেট বন্ধ করা যায়।

আমরা আমাদের কম্পিউটার (Computer) বা ল্যাপটপে (Laptop) যখনই কোনো জরুরী কাজ করতে যাই ঠিক তখনই অনেক সময় আমাদের পিসিটি আপডেট নিতে থাকে। যা আমরা ইচ্ছে করে দিতে না চাইলেও নিয়ে নেয়। এটি খুবই বিরক্তিকর। আবার কখনও আমাদের পর্যাপ্ত পরিমাণে মেগাবাইট বা ইন্টারনেট থাকে না। অটোমেটিক আপডেট চালু থাকলে আপনি মোবাইল ডাটা ব্যবহার করে ফকির হয়ে যাবেন। ওয়াই-ফাই থাকলে ভিন্ন কথা। প্রতি ৫-১০ মিনিটে আপনার ১জিবি ডাটা শেষ করে দিবে। যা আপনি কল্পনাও করতে পারবেন না।  আর তাছাড়া এই অটোমেটিক আপডেট শুরু হলে আমারা অনেক সমস্যার সম্মূখীন  হই। অনিচ্ছা সত্ত্বেও আমাদের এই অটোমেটিক আপডেট হয়ে থাকে। আর একবার আপপেট শুরু হলে পুরোটা আপডেট সম্পন্ন না হওয়া পর্যন্ত চলতে থাকে। সময় ব্যয়, কাজের ক্ষতি, মেগাবাইট নষ্ট হয় এই অটোমেটিক আপডেটের ফলে।

আসুন এটি কিভাবে বন্ধ করা যায় তা নিচে সুন্দর করে বুঝিয়ে আলোচনা করি।


১.আমরা আমাদের কম্পিউটারের দিস পিসি (This PC) অপশনে গিয়ে মাউসের কার্সরের রাইট বাটন (Right Button) ক্লিক করি।

উইন্ডোজ টেন অটো আপটেন বন্ধ করার উপায় সমূহ
                                                            This PC picture

২. সেখানে দেখতে পাবো ম্যানেজ (Manage) অপশন। সেখান থেকে আমরা ম্যানেজ (Manage) অপশনে ক্লিক করি।

উইন্ডোজ টেন অটো আপটেন বন্ধ করার উপায় সমূহ
This PC picture

(বি.দ্র.এই ম্যানেজ অপশনে যাওয়ার আরও কয়েকটি উপায় আছে। আমি আপনাকে সহজে এবং দ্রুত কাজটি করার একটি মাত্র উপায় বললাম।)

৩. ম্যানেজ (Mannage) অপশনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন উইন্ডো অপেন হবে। সেখানে আমরা দেখতে পাবো সার্ভিসেস এন্ড এপ্লিকেশনস (Services and Applications)

উইন্ডোজ টেন অটো আপটেন বন্ধ করার উপায় সমূহ
Services Options Picture

সেখানে ক্লিক করার পর আমাদের সামনে নতুন আরেকটি উইন্ডো অপেন হবে।

৪. নতুন উইন্ডোতে ক্লিক করার পর আমরা দেখতে পাবো সার্ভিসেস (Services) এবং ডব্লিউএমআই কন্ট্রোল (WMI Control) । সেখান হতে আমরা সার্ভিসেসে (Services) ক্লিক করব।

উইন্ডোজ টেন অটো আপটেন বন্ধ করার উপায় সমূহ
Services Options Picture

৫. এরপর আমাদের সামনে আবার নতুন আরেকটি উইন্ডো অপেন হবে। আমরা সেখান হতে মাউসের হুইল বা বোতাম ঘুরিয়ে নিচের দিকে যেতে থাকব। নিচের দিকে যেতে যেতে আমরা প্রায় শেষের দিকে উইন্ডোজ আপডেট (Windows Update) লেখা দেখতে পাবো। আমরা সেখানে ডবল ক্লিক করব।

উইন্ডোজ টেন অটো আপটেন বন্ধ করার উপায় সমূহ
Scroll করে নিচের দিকে খুঁজতে থাকুন

৬. তারপর আমদের সামনে নতুন আরেকটি উইন্ডো অপেন হবে। সেখানে আমরা একটি বক্স দেখতে পাবো। বক্সের মধ্যে ক্লিক করলে আমরা অটোমেটিক ডিলাইয়েড স্টার্টড ((Automatic (Delayed Start)), অটোমেটিক (Automatic), ম্যানুয়াল (Manual), ডিসএবল (Disable) এই চারটি অপশন দেখতে পাবো। 

উইন্ডোজ টেন অটো আপটেন বন্ধ করার উপায় সমূহ
চারটি অপশন দেখা যাচ্ছে এই ছবিতে

৭. সেখানে থেকে আমরা ডিসএবল (Disable) সিলেক্ট করে বক্সের নিচে থেকে এপ্লাইতে (Apply) ক্লিক করলে ডিসএবল (Disable) হয়ে যাবে।

উইন্ডোজ টেন অটো আপটেন বন্ধ করার উপায় সমূহ
এই ছবিতে Disable Option দেখতে পাবেন 

৮. এরপর আমরা পাশের ওকে (Ok) বাটনে ক্লিক করে সেখান থেকে বের হয়ে যাব। আমাদের কাজ শেষ। এখন আমাদের পিসি আর অটোমেটিক আপডেট (Automatic Update) নিবে না। এমনকি আপনি দিতে চাইলেও আর পারবেন না। আপনি যদি আবার নতুন করে এটি চালু করে দেন মানে অটোমেটিক (Automatic) বা ম্যানুয়াল (Manual) অপশনটি সিলেক্ট করে দেন তখন আবার অটোমেটিক আপডেট হবে।

উইন্ডোজ টেন অটো আপটেন বন্ধ করার উপায় সমূহ
Ok Button and Apply Button

তো আশা করছি আপনি এরপর থেকে আর এই ধরনের সমস্যার সম্মূখীন হবেন না। আর যদি আপনি করতে না পারেন তবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা আপনাকে সাহায্য করব ইনশা-আল্লাহ।

দর্শক আপনার কোনো পরামর্শ থাকলেও জানাবেন কমেন্টস করে।

আমরা আপনার মতামতের প্রতি শ্রদ্ধাশীল।

আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন-

ল্যাপটপ কেনার আগে যে বড় চারটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে
পাবনা জেলার দর্শনীয় স্থান ও পরিচিতি
মানিকগঞ্জ জেলার দর্শনীয় স্থান ও পরিচিতি
কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান ও পরিচিতি
বাংলাদেশের সকল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট  এর নাম সমূহ।


Previous Post
Next Post

0 comments:

Thank you sharing for your comment