Tuesday, March 26, 2019

টাংগাইলের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ের নাম


আজকের  বিষয় টাংগাইলের সকল শিক্ষা-প্রতিষ্ঠানের নাম


টাংগাইলের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ের নাম

বাংলাদেশের মধ্যে অন্যতম  শিক্ষিত ও  শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে জেলাগুলো মোটামুটি  অনেক এগিয়ে  আছে তার মধ্যে টাংগাইল অন্যতম। আমাদের টাংগাইল শহরকে আমরা নিঃস্বন্দেহে  বলতে পারি একটা শিক্ষা-নগরী। কারণ হলো আমাদের টাংগাইলের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর লেখাপড়ার মান অনেক ভালো। আজকে  সারা বাংলাদেশে ব্যাপক সুনাম কুঁড়িয়েছে আমাদের টাংগাইলের সকল প্রতিষ্ঠান। যার ফলে প্রায় প্রত্যেক জেলা হতে হাজার হাজার শিক্ষার্থীরা আসে আমাদের জেলাতে লেখাপড়া করতে। আমাদের টাংগাইলের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর নাম ‍নিচে তিুলে ধরা হলোঃ

টাংগাইলের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ের নাম

বিশ্ববিদ্যালয়-  ১. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

কলেজ সমূহ-  ১.সরকারী এম. এম. আলী কলেজ, কাগমারী  ২. মাওলানা ভাসানী ডিগ্রি  কলেজ, এলাসিন,  ৩. মেজর জেনারেল মাহমুদুল আদর্শ কলেজ, টাংগাইল,  ৪. করটিয়া সরকারী সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ,  ৫. নাগরপুর সরকারী কলেজ,  ৬. নাগরপুর সরকারী মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ,  ৭. টাংগাইল মেডিকেল কলেজ ,  ৮. মির্জাপুর ক্যাডেট কলেজ,   ৯. টাংগাইল পলিটেকনিক ইনস্টিটিউট,   ১০. কুমুদিনী সরকারী কলেজ,  ১১. কুমুদিনী মেডিকেল কলেজ, ১২. হাজী ঈসমাইল খাঁ বেসরকারী কারিগরী কলেজ,  ১৩. সরকারী শামসুল হক কলেজ, ১৪.লায়ন নজরুল ইসলাম কলেজ, কালিহাতি,  ১৫. সরকারী শেখ ফজিলাতুন্নেসা মুজিব কলেজ,টাংগাইল,  ১৬. বিবেকান্দন কলেজ,টাংগাইল  ১৭. পুলিশ লাইন্স কলেজ, টাংগাইল ১৮. টাংগাইল কমার্স কলেজ, ১৯. শাহীন কলেজ, ২০. সৃষ্টি কলেজ, ২১. আলাউদ্দিন সিদ্দিকী কলেজ,কালিহাতি, ২২. বংশাই স্কুল এন্ড কলেজ, ২৩. লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ, কালিহাতি, ২৪. শেহাব উদ্দিন কলেজ, ২৫. যমুনা কলেজ, ২৬. কালিহাতি কলেজ, ২৭. লুৎফর রহমান মতিন মহিলা কলেজ, ২৮. বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর সখিপুর, ২৯. বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ কালিহাতি,  ৩০. টাংগাইল টেক্সটাইল কলেজ, ৩১.প্রিন্সিপাল  ইব্রাহিম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ভূয়াপুর, ৩২. বাড়ীগ্রাম স্কুল এন্ড কলেজ, নাগরপুর, ৩৩. পাকুটিয়া বি.সি.আর.জি. ডিগ্রি  কলেজ, নাগরপুর, ৩৪.গোপালপুর ডিগ্রি  কলেজ, ৩৫. এগজোল্ট বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট, ৩৬. ইউজেনিক বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট, ৩৭. হাজী আবুল হোসেন  বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট, ৩৮. টাংগাইল  ল কলেজ, ৩৯. শহীদ রওশন আলী খান মহাবিদ্যালয়, ৪০. বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি  মহাবিদ্যালয়, ৪১. বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা কলেজ, ৪২.  ধনবাড়ী ডিগ্রি  কলেজ, ৪৩.আসিয়া হাসান  আলী মহিলা ডিগ্রি কলেজ, ৪৪. নরিল্যা মহাবিদ্যালয়, ৪৫. মধুপুর কলেজ, ৪৬. শমসের ফকির ডিগ্রি কলেজ, ৪৭. ঘাটাইল জিবিজি কলেজ, ৪৮. পাকুটিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়  এন্ড কলেজ, ৪৯.ব্রাক্ষণশাসন মহাবিদ্যালয়, ৫০. মাওলানা আঃ হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজ, দেলদুয়ার, ৫১. আরফান ডিগ্রি কলেজ, দেলদুয়ার ৫২. সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজ, দেলদুয়ার,  ৫৩. অগ্নিবীণা আইডিয়াল কলেজ, নাগরপুর,  ৫৪. জনতা  মহাবিদ্যালয় তে-বাড়ীয়া, নাগরপুর, ৫৫.শহীদ শাহেদ  হাজারী কলেজ, কালিহাতি, ৫৬. নারান্দিয়া টি.আর.কে.এন. স্কুল এন্ড কলেজ, ৫৭.হাজী আবুল হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ৫৮. আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষায়তন ও কলেজ, ৫৯. মুজিব কলেজ সখিপুর। ভূল থাকলে জানাবেন সংশোধন করব ইনশাল্লাহ।

আরও পড়ুন-

ব্র্যাক বিশ্ববিদ্যালয়,

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়

মানিকগঞ্জ জেলার সকল দর্শনীয় স্থান ও জেলার বিবরণ

যশোর জেলার দর্শনীয় স্থান ও জেলার বিবরণ

কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থান ও জেলার বিবরণ



Previous Post
Next Post

17 comments:

  1. মির্জাপুর ডিগ্রি কলেজ তার পর ভারতেশ্বরী হোমস তার পর মির্জাপুর কুমুদিনী মেডিকাল কলেজ মির্জাপুর মহিলা কলেজ ইত্যাদি তো নাই

    ReplyDelete
    Replies
    1. আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। আসলে পুরো পোস্টটা করা হয় নাই এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ব্যস্ত ছিলাম পরীক্ষার জন্য এজন্যই আর বাকী সব তথ্য সংগ্রহ করতে পারি নাই।

      Delete
  2. গোপালপুর কৃষি কলেজ আছে ডিপ্লোমা প্লিজ জানা থাকলে এখন এই বলেন

    ReplyDelete
  3. ক্যাটাগরি(mpo,non mpo, private) উল্লেখ করে তালিকা আকারে দিলে ভালো হত।
    Tobe ALL ARE BEST

    ReplyDelete
  4. করটিয়াতে আরও দুটো কলেজ আছে,

    ReplyDelete
  5. 2008 সনে ডিগ্রী পাস ছাত্র বর্তমানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মাস্টার্স কোর্সে (প্রাইভেট) ভর্তি হতে চাই। টাঙ্গাইলে এরকমন কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে কি?

    ReplyDelete
  6. Bangabandhu Cantonment public school and College----
    list a den nai

    ReplyDelete
  7. ভাইয়া বেশি না টাংগাইলের 5টি বেস্ট সরকারি কলেজের তালিকা দিন,একটু কষ্ট হলেও এই ছোট ভাইদের জন্য একটু খোঁজাখুঁজি করে দিলে চির কৃতজ্ঞ থাকব, কলেজের নাম,EIIN, কত জিপিএ লাগবে ও আসন সংখ্যা একটু বের করে দিন দয়াকরে।

    ReplyDelete
    Replies
    1. এম.আলী কলেজ, বিবেকানন্দ, সৃষ্টি কলেজ, লায়ন কলেজ,মাহমুদুল হাসান।
      পরিচিতদের সাথে যোগাযোগ করে আরও তথ্য জেনে নিবেন। ধন্যবাদ

      Delete
  8. 5টি কলেজের তালিকা , রিপ্লাই করুন , পোস্টে লিখতে হবে না

    ReplyDelete
  9. Very informative post and I always stay with you.

    ReplyDelete
    Replies
    1. Thank you sharing for your comment.

      Delete
  10. টাঙ্গাইল জেলার আমার কাছে ভালো লাগে❤️❤️❤️

    ReplyDelete
  11. BD top Ten University list din.

    ReplyDelete
    Replies
    1. Rank University Town
      3 BRAC University Dhaka ...
      4 North South University Dhaka
      7 Daffodil International University Dhaka
      8 American International University-Bangladesh Dhaka
      10 United International University Dhaka
      13 Asian University for Women Chittagong
      15 East West University Dhaka
      16 Ahsanullah University of Science and Technology Dhaka
      22 University of Liberal Arts Bangladesh Dhaka
      25 Islamic University of Technology Gazipur
      26 International University of Business Agriculture and Technology Dhaka
      27 Southeast University, Bangladesh Dhaka
      30 University of Asia Pacific Dhaka
      31 International Islamic University, Chittagong Chittagong
      35 Stamford University Bangladesh Dhaka
      38 Green University of Bangladesh Dhaka ...

      Delete

Thank you sharing for your comment