
নেত্রকোণা জেলার পরিচিতি
জেলার পরিচিতি -
নেত্রকোণা জেলাটি বাংলাদেশের বৃহত্তম ময়মনসিংহ বিভাগের অন্তর্গত একটি ছোট জেলা। এই জেলাটি বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে একটি। এই জেলার সীমান্তঘীরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত। জেলার দূর্গাপুর উপজেলার বিরিশিরি এর বিজয়পুর এলাকাটি সীমান্তের শেষ এলাকা।ময়মনসিংহ জেলা শহর হতে প্রায় ৫০ কি.মি. দূরে এই নেত্রকোণা জেলা শহরটি অবস্থিত।
এই জেলার পশ্চিমে ময়মনসিংহ, পূর্বে সুনামগঞ্জ জেলা, দক্ষিণে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ এবং উত্তরে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত।
এই জেলাটি পূর্বে ময়মনসিংহ জেলার কালিগঞ্জ থানা নামে ছিল।শহর থেকে প্রায় ৮/৯ কি.মি. দূরে নাটরকোণা নামক স্থানে প্রথমে ইংরেজরা একটি জরিপ চালায় এবং সেখানেই মহকুমা সদর স্থাপিত হয় ।
পরর্তীতে নাটরকোণা নাম থেকে জেলার নাম পরিবর্তন করে নেত্রকোণা রাখা হয়।
নেত্রকোণা জেলার আয়তন -
এই জেলার মোট আয়তন ২৮১০.২৮ বর্গ কি.মি.।জেলার মোট জনসংখ্যা ২৩২৪৮৫৬ জন।
নেত্রকোণা জেলার মোট আয়তনের দিক দিয়ে জনসংখ্যার ঘনত্ব হলো ৮৩০ বর্গ কি.মি.।
এই জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো;
নেত্রকোণা জেলার সংসদীয় আসন মোট ৫টি।
এই জেলায় মোট ১০টি উপজেলা
রয়েছে।নিম্নে এই উপজেলা সমূহ নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো:
১. আটপাড়া
উপজেলা - আটপাড়া্ উপজেলাটির মোট আয়তন ১৯২.৫১ বর্গ কি.মি.।প্রশাসনিক
থানাও হলো আটপাড়া।এই আটপাড়া উপজেলায় মোট ৭টি ইউনিয়ন রয়েছে। এগুলো হলো- স্বরমুশিয়া,
শুনই, লুনেশ্বর, বানিয়াজান, তেলিগাতী, দুওজ ও সুখারী ইউনিয়ন।
২. কমলাকান্দা উপজেলা - নেত্রকোণা
জেলার অন্যতম আরেকটি প্রশাসনিক অঞ্চল হলো কমলাকান্দা উপজেলা।এই উপজেলাটির আয়তন ৩৭৬.২২
বর্গ কি.মি.। এর প্রশাসনিক থানা কমলাকান্দা।এই উপজেলায় মোট ০৮ টি ইউনিয়ন রয়েছে।এগুলো
হলো- কমলাকান্দা, নাজিরপুর, পোগলা, বড়খাপন,লেঙ্গুরা, খারনৈ, কৈলাটি এবং রংছাতি।
ডন বস্কো কলেজ বিরিশিরি, দূর্গাপুর।
৩. কেন্দুয়া উপজেলা - এই জেলার আরেকটি
গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে কেন্দুয়া উপজেলা। এই উপজেলার মোট আয়তন ৩০৩.৬০ বর্গ কি.মি.।এর
প্রশাসনিক থানা হচ্ছে কেন্দুয়া থানা। এই উপজেলায় মোট ১৩ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এই ১৩ টি ইউনিয়ন গুলো হলো- আশুজিয়া,
দলপা, গড়াডোবা, গন্ডা, সান্দিকোণা, মাসকা, বলাইশিমুল,নওপাড়া,কান্দিউরা, চিরাং,রোয়াইলবাড়ী,আমতলা,
পাইকুড়া এবং মোজাফরপুর।
৪.খালিয়াজুড়ি উপজেলা - এই জেলার আরেকটি উপজেলার নাম হলো খালিয়াজুড়ি উপজেলা। এই উপজেলার মোট আয়তন ২৯৭.৬৩ বর্গ কি.মি.।প্রশাসনিক থানা খালিয়াজুড়ি থানা।এই উপজেলায় মোট ৬টি ইউনিয়ন রয়েছে।এই ইউনিয়ন গুলো হলো- মেন্দিপুর, চাকুয়া, খালিয়াজুড়ি, নগর, কৃষ্ণপুর ও গাজীপুর ইউনিয়ন।
৫. দূর্গাপুর উপজেলা - নেত্রকোণা জেলার
সব চাইতে সুন্দর এবং বহুল পরিচিত এলাকা।এই উপজেলাটি ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায়
এখানে নদী, পাহাড়, বড় বড় বিল সবই একসাথে দেখা
মিলে।
তাইতো
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে প্রকৃতি প্রেমীরা সময় পেলেই এখানে ছুটে যান।
এই
অঞ্চলে লাল বালি পাওয়া যায়।এই বালি সেখান হতে সারা বাংলাদেশ সাপ্লাই করা হয়।
ঢাকায় এই বালির দাম আর চাহিদা অনেক।এক কথায় ধরা চলে এই এলাকার অর্থেনীতি নির্ভর করে এই বালি আর টুরিস্টদের মাধ্যমে। এছাড়াও কৃষি জমি রয়েছে, সেখানে কৃষি কাজ হয়।
এই
এলাকার প্রাকৃতিক সৌন্দর্য্য মানুষের মনকে অনেক প্রশান্তি দেয়।মানুষ শহরে থাকতে থাকতে
যখন পুরা যান্ত্রিক হয়ে পড়ে তখনই এই প্রকৃতি মানুষকে শাস্তি দিয়ে যান্ত্রিকতা থেকে
মুক্তি দেয়।
এই
দূর্গাপুর উপজেলার দর্শনীয় স্থান সমূহ নিয়ে নিচে আলোচনা করা হবে।
৬.নেত্রকোণা সদর- সদর উপজেলাটি
৩৪১.৭১ বর্গ কি.মি. এলাকা নিয়ে অবস্থিত।এই উপজেলায় মোট ১২ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা
নিয়ে গঠিত।ইউনিয়নগুলো হলো- মৌগাতি, মেদনী, ঠাকুরাকোণা, সিংহের বাংলা, আমতলা, লহ্মীগঞ্জ,
কাইলাটি, দক্ষিণ বিশিউরা,চল্লিশা, রৌহা, কালিয়ারা, গাবরাগাতি এবং মদনপুর। আর একটি মাত্র
পৌরসভা হচ্ছে নেত্রকোণা সদর।
৭. পূর্বধলা - এই উপজেলাটির
আয়তন ৩০৮.০৪ বর্গ কি.মি. এর প্রশাসনিক থানা পূর্বধলা। পূর্বধলা উপজেলায় মোট ১১টি ইউনিয়ন
রয়েছে। এগুলো হলো- হোগলা, ঘাগড়া, জারিয়া, ধলা মূলগাঁও, পূর্বধলা, আগিয়া, বিশকাকুনী,
খলিশাউর, নারান্দিয়া, গোহালাকান্দা এবং বৈরাটি ইউনিয়ন।
৮. বারহাট্টা - এটি ২২০ বর্গ
কি.মি. এলাকা জুড়ে অবস্থিত। এই উপজেলার মোট ৭টি ইউনিয়ন রয়েছে। এগুলো হলো- বাউসী, সাহতা,
বারহাট্টা, আসমা, চিরাম, সিংধা এবং রায়পুর ইউনিয়ন।
৯.মদন উপজেলা - এই উপজেলাটির
মোট আয়তন ২৩৩.৩০ বর্গ কি.মি.। এই উপজেলায় মোট ৮টি ইউনিয়ন এবং ১টি পৌর সভা রয়েছে। ইউনিয়নগুলো
হলো- কাইটাইল, চানগাঁও, মদন, গোবিন্দশ্রী, মাঘান, তিয়শ্রী, নায়েকপুর এবং ফতেপুর আর
পৌরসভাটি হলো মদন।
১০. মোহনগঞ্জ - এই উপজেলাটি
মোট ২৪১. ৯৯ বর্গ কি.মি. এলাকা জুড়ে অবস্থিত। এই উপজেলার মোট ইউনিয়ন সংখ্যা ৭টি এবং
একটি পৌরসভা নিয়ে গঠিত।আর ইউনিয়নগুলো হলো- বড়কাশিয়া, বিরামপুর, বড়তলী, বানিহারী, তেতুলিয়া,
মাঘান, সিয়াদার, সমাজ সহিলদেও, সুয়াইর এবং গাগলাজুর আর পৌরসভাটি হচ্ছে মোহনগঞ্জ।
নেত্রকোণা জেলার শিক্ষা ব্যবস্থা- এই জেলার স্বাক্ষরতার হার তেমন বেশি নয়। জেলার মোট জনসংখ্যার মধ্যে মাত্র ৬৬.১৩ শতাংশ লোক স্বাক্ষরতার আওতায় রয়েছে। নেত্রকোণা জেলায় বিশ্ববিদ্যালয় আছে মোট ১টি, মেডিকেল কলেজ ১টি, কলেজ ২৮টি, মাধ্যমিক বিদ্যালয় আছে ২৩৬টি, প্রাথমিক বিদ্যালয় আছে মোট ১০৮৩টি এবং মাদ্রাসা আছে মোট ১৬০টি।
নেত্রকোণা
জেলার দর্শনীয়
স্থানগুলো হলো-
১. হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি (র.) মাজার শরীফ, মদনপুর,নেত্রকোণা।
২. উপজাতীয় কালচার একাডেমী,বিরিশিরি, দূর্গাপুর, নেত্রকোণা।
৩. বিজয়পুরের চিনা মাটির পাহাড় দূর্গাপুর উপজেলা।
৪. কমলা রানীর দিঘি।
৫. কুমুদীনি স্তম্ভ দূর্গাপুর উপজেলা।
৬.কমরেড মনি সিংহ বাড়ি ও স্তম্ভ।
৭. সোমশ্বেরী নদী।
৮. চরহাইজদা হাওর।
৯. মগড়া নদী, মদন।
১০. কংস নদী, ধনু নদী।
১১. নিঝুম পার্ক।
১২. নারায়নডহর জমিদারবাড়ী।
১৩. বাঘবেড় জমিদার বাড়ি।
১৪. সাত শহীদের মাজার, লেঙ্গুরা, কমলাকান্দা ।
এইসব
দর্শনীয় স্থানে আপনি ঘুরে আসতে পারেন।
তবে
আপনাকে অবশ্যই দু্ই বা তার অধিক দিন সময় হাতে নিয়ে যেতে হবে। কারণ এই এলাকার রাস্তাঘাট
তেমন উন্নত না।
আর
যতটুকু আছে তাও বালুর ট্রাকের লম্বা লাইন থাকার কারণে আপনাকে রাস্তায়ই অনেক সময় ব্যয়
করতে হবে।
প্রায়
৫০০-৭০০ এর মতো ট্রাক সব সময় এই রোডে দীর্ঘ সময় লম্বা লাইন দিয়ে জ্যাম তৈরী করে থাকে।
তাই
আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় না থাকলে এই
জায়গার দর্শনীয় স্থানসমূহ দেখে শেষ করে আসতে পারবেন না। আর সবচাইতে ভালো হয়
আপনি যদি মোটর সাইকেল যোগে এই এলাকায় ভ্রমণ করেন তবে আপনি অনেক দ্রুত এবং কম টাকা খরচ
করেই সব গুলো স্থান দেখে আসতে পারবেন।
আমার
এই পোস্টে হয়তোবা আরও অনেক তথ্য বাদ রয়ে গেছে। আপনারা আরও বেশি তথ্য জানতে নেত্রকোণা
জেলার সরকারী ওয়েব সাইট ভিজিট করতে পারেন।
আর
আমার পোস্টে যদি কোনো ভুল তথ্য থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। আমি সত্যতা যাচাই করে
আবার সংশোধন করব।
আর
আমার ইচ্ছা সারা বাংলাদেশ নিয়ে লেখা।
আমার
লেখনীর মাধ্যমে আমিসহ আপনারা আমাদের সোনার বাংলাদেশ সম্পর্কে অনেক অনেক তথ্য জানতে পারব। আর আমাদের পরবর্তী জেনারেশনদেরকে
জানাতে পারব।
আপরার
জেলা সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করুন। চেষ্টা করব তথ্য বহুল বিবরণ নিয়ে আপনার
জেলাকে নিয়ে লেখতে। আপনার সহযোগীতা আমার একান্ত
কাম্য।
0 comments:
Thank you sharing for your comment